দু মিনিট সাতচল্লিশ সেকেন্ডের টানটান ট্রেলার এক মুহূর্তের জন্য চোখ সরতে দিল না। বিশ্বকর্মা পুজোর দিন প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত রক্তবীজ টু-র (Raktabeej 2) ট্রেলার। শুরুতে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ‘সংযুক্তা’ ইমেজে ধরা দেওয়া থেকে ‘ধনধান্য’ গানের আবহে অফিসার পঙ্কজের (আবির চট্টোপাধ্যায়) দেশপ্রেমের ভাবনা নজর কাড়ে।

জঙ্গিদের কোনও দেশ হয় না, তাই এদের নির্মূল করতে এর আগে একসঙ্গে লড়েছিল কেন্দ্র-রাজ্য। এবার হাতে হাত মিলিয়ে লড়াই করবে ভারত ও বাংলাদেশের পুলিশ।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Shiboprasad Mukherjee Nandita Roy) পরিচালিত রক্তবীজ টু-র ট্রেলারে এত সুন্দরভাবে গল্পের ঝলককে উপস্থাপিত করা হয়েছে যে পুজোর আবহে মারকাটারি অ্যাকশন আর রোমহর্ষক থ্রিলার দেখতে যাওয়ার তাগিদ তৈরি হবে।

অপরাধী মুনীরকে খুঁজে বের করতে শুরু থেকে শেষ পর্যন্ত জান লড়িয়ে দিচ্ছেন আবির-মিমি। কিন্তু নায়ক অঙ্কুশ (Ankush Hazra) যখন খলনায়ক তখন সে যে এত সহজে ধরা দেবে না। কারণ, সে চায় প্রতিশোধ। তাই নিজের লক্ষ্য পূরণ করতে প্রেমিকার (এই চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়) সামনেও চরম হিংস্র রূপও নিতে পারে সে।

আবির- অঙ্কুশের অ্যাকশন চোখের পলক ফেলতে দেবে না। মাঝে সাময়িক রোমান্টিক রিলিফের মতো মিমি চক্রবর্তীর মুখ দিয়ে “পার্টনারস ইন ক্রাইম” ডায়লগে বিকিনি দৃশ্যের স্মৃতি উসকে দিয়েছেন পরিচালকদ্বয়।

ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাসরা যথাযথ। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ভারত- বাংলাদেশ বর্তমান সম্পর্কের কথাও যে সিনেমা তৈরীর সময় ভাবনায় রেখেছিলেন পরিচালক, তা ট্রেলারে স্পষ্ট। এখন অপেক্ষা হল ভরিয়ে সিনেমা দেখার। আগামী ২৬ সেপ্টেম্বর।

–

–

–

–
–
–
–
–