বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে হতাশ করলেন নীরজ, আশা জাগালেন সচিন

Date:

Share post:

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships 2025 Final ) জ্যাভেলিনের ফাইনালে নজর ছিল ভারত এবং পাকিস্তানের দুই অ্যাথলিটের দিকে। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) থেকে আরশাদ নাদিম দুইজনেই হতাশ করলেন। সাত বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হল নীরজকে।

বৃহস্পতিবার নিজের প্রথম সুযোগে  ৮৩.৬৫ মিটার থ্রো করেন নীরজ। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.০৩ মিটার পার করেন।  ওটাই এদিন তাঁর সেরা পারফরম্যান্স। তৃতীয় থ্রোতেই ফাউল করেন নীরজ। চতুর্থবারে এসে মাত্র ৮২.৮৬ মিটারে থেমে যান ভারতের সোনার ছেলে। পঞ্চমবার বেশ আত্মবিশ্বাসী হয়ে থ্রো করেছিলেন নীরজ। কিন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেলন না।

নীরজ প্রথম রাউন্ডের পর থেকেই তাঁর খেলা নিয়ে হতাশ ছিলেন, বারবার তাঁকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল। চতুর্থ রাউন্ডে তাই নজরে ছিলেন নীরজ। কিন্তু তিনি ফের হতাশ করেন।  পঞ্চম রাউন্ডে নীরজ চলে যান অষ্টম স্থানে। সেই রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। ষষ্ঠ রাউন্ডেও ছবি একই, নীরজের থ্রো বাতিল হলো। ফলে সাত নম্বরে শেষ করলেন অলিম্পক্সে দুটি পদকজয়ী তারকা।

নীরজের ব্যর্থতার দিনে নজর কাড়লেন ভারতে উদীয়মান প্রতিভা সচিনযাদব। ফাইনালে নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি, এটাই ছিল সচিনের জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন সচিন।

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। এতে । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরশাদ যেন অতীতের ছায়া মাত্র।  আরশাদ ফাইনালে নীরজের আগেই বাদ পড়ে যান। নাদিমের প্রথম থ্রো ছিল ৮২.৭৩ মিটার, তাঁর দ্বিতীয় থ্রো  ফাউল হয়, আরশাদের তৃতীয় প্রচেষ্টা ছিল ৮২.৭৫ মিটার তবে পাকিস্তানি ক্রীড়াবিদ চতুর্থ থ্রো ফাউল করেন।

 

 

spot_img

Related articles

আর কতো? গুজরাটে মৃত্যু বাংলার শ্রমিকের

মোদির রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাঙালি শ্রমিকের। মালদহ বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা শ্যামনাথ সিংহ(২৪) গুজরাটের আহমেদাবাদে...

হতাশাজনক পারফরম্যান্স, মাঠ ছাড়তেই পিতার মৃত্যু সংবাদ পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে শ্রীলঙ্কা (Sri lanka)। কিন্তু ম্যাচ...

মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। নিহত যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন (৩০)। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা, কর্মসূত্রে...

এশিয়া কাপে নিয়ম লঙ্ঘনের গুরুতর অভিযোগ, আইসিসির শাস্তির মুখে পাকিস্তান

এশিয়া কাপে ( Asia Cup) ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান দল (Pakistan)। ভারতের বিরুদ্ধে হেরে কোনও ক্রমে সুপার...