নিম্নমানের ওষুধ সরবরাহ করার জন্য একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সব ওষুধ রাজ্যে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। দ্রুত সরকারি সব হাসপাতাল থেকে সেই ওষুধ সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে সেই ওষুধ সরবরাহ হত বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে।

হরিদ্বারের ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেল্যাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড থেকে ওষুধ সরবরাহ করা হত বাংলায়। মূলত রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ আসত সেই সংস্থা থেকে। এরপর গোটা রাজ্যের ওষুধের গুণমান পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে গলদ। আদতে এই সংস্থার সব ওষুধই জাল, এমন সন্দেহ স্বাস্থ্য দফতরের একাংশের।

আরও পড়ুন: জল ছেড়েছে ডিভিসি: প্রস্তুতি রাজ্য প্রশাসনের, বৈঠকে মুখ্যসচিব

গুণমান পরীক্ষায় প্রতিবারই যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি এই সংস্থার ওষুধ। তার থেকেও মারাত্মক, স্বাস্থ্য দফতরের দাবি, প্রতিবারই এই ওষুধ খোলার পরই গুঁড়ো হয়ে যায়। ফলে সেখানেই প্রমাণিত হরিদ্বারে প্রস্তুত এই ওষুধ আদৌ গুণমানের পাশ করার উপযুক্তই নয়।

–

–

–

–

–

–