বিজেপি শাসিত ওড়িশায় সব রকমভাবে বাড়ছে দুষ্কৃতীরাজ। এবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল বিজেপি আইনজীবী নেতার। বাড়ির সামনেই গুলি করে মারা হয় ওড়িশা বার কাউন্সিলের বিজেপি নেতা পীতবাস পণ্ডাকে। ঘটনায় ওড়িশার (Odisha) সামগ্রিক গণতান্ত্রিক পরিস্থিতির অবনতির অভিযোগ আইনজীবীদের। বারবার বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যের ঘটনায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) যদিও ওড়িশায় দলীয় কর্মীর মৃত্যু নিয়ে নীরব। তা নিয়েই প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল।

সোমবার রাতে প্রায় ১০ টা নাগাদ ওড়িশার বেরহামপুরে (Berhampur) নিজের বাড়ির সামনে ছিলেন আইনজীবী বিজেপি নেতা পীতবাস পণ্ডা। সেই সময়ে একটি বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর উপর গুলি চালায়। বিজেপি নেতার উপর দুরাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি তাঁর বুকে লাগে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এমকেসিজি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে যান পুলিশের ডিআইজি ও উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয় সিসিটিভি (CCTV) খতিয়ে দেখার কাজ। যদিও এখনও এই হামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মুখ্যমন্ত্রী মোহন মাঝির (Mohan Majhi) পুলিশ।

তবে এত বড় ঘটনায় নীরব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রাক্তন তৃণমূল রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি করেন, বিজেপি শাসিত ওড়িশায় বিজেপির নেতা খুন। প্রধানমন্ত্রীর পোস্টের অপেক্ষায় আছি।

আরও পড়ুন: দিল্লিতে ধর্ষিতা ডাক্তারি পড়ুয়া, অভিযোগের পাঁচদিনেও অধরা অভিযুক্ত!

ওড়িশা বিজেপির দাবি, তারাও খুন নিয়ে ধন্দে। যদিও বিরোধীদের দাবি, এই ঘটনা ওড়িশা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। নিহত পীতবাস আগে কংগ্রেসে ছিলেন। লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। ফলে পুরোনো বিজেপির তিনি ছিলেন চক্ষুশূল। অন্যদিকে আইনজীবী হওয়ায় ব্যক্তিগত শত্রুতার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

–

–

–

–