Monday, December 8, 2025

দুই সপ্তাহের মধ্যেই জাফার এক্সপ্রেসে ফের হামলা, লাইনচ্যুত একাধিক বগি

Date:

Share post:

দুই সপ্তাহের ব্যবধানে ফের  হালমা হল জাফার এক্সপ্রেসে( Jaffar Express)। মঙ্গলবার সিন্ধু-বালোচিস্তানের সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হল  ট্রেনের একাধিক বগি। দুর্ঘটনার সময় ৪০০-র বেশি যাত্রী ছিলেন ট্রেনটিতে।  ফলে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

দুই সপ্তাহ আগেও  এই ট্রেনটিতে হামলা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ  ঘটল। পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে তথ্য অনুসারে, এই ঘটনায় সাতজন  গুরুতর জখম হয়েছেন। পাকিস্তানের  বালোচিস্তান প্রদেশের  কোয়েটা থেকে খায়বার পাখতোনখোয়ার মধ্যে এই  ট্রেনটি যাতায়াত করে। সাম্প্রতিক সময়ে এই ট্রেনে বার বার হামলা হয়েছে। প্রতিবারই নাম উঠে এসেছে বালোচিস্তানের বিদ্রোহীদের।

মঙ্গলবার জাফার এক্সপ্রেসটি পেশোয়ার থেকে সিন্ধু প্রদেশের দিকে যাচ্ছিল। সেই  সময় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর পুলিশ এবং পাক আধা সেনা সেখানে পৌছাঁয়। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। পাক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের ফলে রেল লাইনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় বাড়ির সামনে খুন বিজেপি নেতা! নীরব মোদি, প্রশ্ন তৃণমূলের

গত মার্স মাসে এই জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালুচ বিদ্রোহীরা। ট্রেনের যাত্রীদের পণবন্দি করা হয়।  উদ্ধার কাজে নামে পাক সেনা। সেই ঘটনায় পাক সেনা সহ ২৬ জনের মৃত্যু হয়েেছিল।  ৩৫ জন বিদ্রোহী নিহত হন। এরপর গত আগস্ট মাসে  এই ট্রেনে হামলা হয়।  এখানেই শেষ নয়, গত দুই সপ্তাহ আগেও এই ট্রেনে হামলা।  বার বার জাফার এক্সপ্রেসকে টার্গেট করছে বালুচ বিদ্রোহীরা।

 

spot_img

Related articles

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...

ঘুম হচ্ছে না সোনালির, পাশে দাঁড়াতে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব

সুস্থভাবে ফিরে এসেছেন দেশে। প্রশাসনিক তৎপরতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিন্তু নিশ্চিন্ত হওয়ার উপায় নেই সোনালি খাতুনের (Sunali Khatun)।...