শীতের কলকাতায় মেসি (Messi) ম্যানিয়ায় মাততে চলেছে কলকাতা, দিল্লি, মুম্বই। ১৪ বছর পর ভারত সফরে আসছেন লিও মেসি। কলকাতার (Kolkata) যুবভারতীতে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন ফুটবলের রাজপুত্র। বুধবার থেকে শুরু হল মেসি ইভেন্টের টিকিট বিক্রি। তিন শহরেই মেসিকে দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

ডিস্ট্রিক অ্যাপে শুরু হয়েছে টিকিট বিক্রি। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বর মেসির একটি মেগা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের জন্য টিকিটের সর্বনিন্ম দাম ৩৮৩৫ টাকা। অ্যাপে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কলকাতায় মেসির সঙ্গে থাকতে পারেন বার্সেলোনা তারকাও। সঙ্গে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু কি অন লাইনেই কলকাতায় টিকিট পাওয়া যাবে! উদ্যোক্তাদের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছে, কলকাতায় বেশ কয়েকটি অফ লাইন কাউন্টার খোলা হবে সেখান থেকেও টিকিট কাটার সুযোগ থাকবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, আমির খানরা। সেই ইভেন্টের জন্য সর্বনিন্ম টিকিটের দাম ৭০৮০ টাকা। ভারত সফরে মেসির শেষ গন্তব্য হবে দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ইভেন্টে অংশ নেবেন। সেই অনুষ্ঠানে টিকিটের দাম ৪৭২০ টাকা। তবে দিল্লিতে টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

আরও পড়ুন:সীমান্তরক্ষীদের জমজমাট ফুটবল, জাঁকজমকপূর্ণ ভাবেই সূচনা বিএসএফ-র ফুটবল প্রতিযোগিতার

সব মিলিয়ে মেসি জ্বরে যে আক্রান্ত হবে তিন শহর, তা আভাস পাওয়া যাচ্ছে টিকিট বিক্রি শুরুর দিন থেকেই।

–

–

–

–