Thursday, December 11, 2025

জন্মদিনও ত্রিপুরায় সহযোদ্ধাদের নিয়ে লড়াই বীরবাহার: বিজেপির কুৎসাকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

গণতন্ত্র নেই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে। বুধবার, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলা তৃণমূলের (TMC) প্রতিনিধিদলকে আগরতলা বিমানবন্দরের (Airport) আটকায় বিজেপি সরকারের ত্রিপুরার পুলিশ। পরে তৃণমূলের জেদের কাছে হার মেনে যাতে দেয় তারা। রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে জন্মদিন উপলক্ষ্যে নিজের সহযোদ্ধাজের কেক খাইয়ে মিষ্টিমুখ করান বাংলার মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। নিজেদের দোষ ঢাকতে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে কুৎসা ছড়ানো অপচেষ্টা করে গেরুয়া (BJP) শিবির। দিনের শেষ সব কর্মসূচির পরে নিজের স্যোশাল মিডিয়া (Social Media) পেজে বীরবাহা সঙ্গে ছবি পোস্ট করে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ধুয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রতিনিধি দলের সদস্য কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের ফেসবুক পেজে কুণাল লেখেন, আগরতলা। উড়ান। বিমানবন্দরে ধর্ণা। টানাপোড়েন। তৃণমূল পার্টি অফিস। ডিজি অফিস। যাবতীয় কর্তব্যপালন। তার মধ্যেই, শুভ জন্মদিন বীরবাহা হাঁসদা। লড়াই, প্রতিবাদ, কর্মসূচিতে আছি বলে তার ফাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো না আমরা? দমদম বিমানবন্দরে অপেক্ষার সময় একটা ছোট্ট কেকের টুকরো দিয়ে সায়নী, সুস্মিতা, প্রতিমাদি, সুদীপসহ টিমকে মিষ্টিমুখ করানোয় বিজেপির দুএকটা চতুষ্পদ রুচিহীন পোস্ট করেছে কানে এল। সেই জন্য এখন টাটকা ছবি তুলে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে পোস্ট করছি। বীরবাহা জন্মদিনেও দলের কাজ করছেন, আন্দোলন প্রতিবাদে থাকছেন। বাড়ি, পাড়া ছেড়ে আগরতলার কর্মীদের পাশে। কাজের ফাঁকে জন্মদিন, কোনো অনুষ্ঠান ছাড়া, আমরা সহকর্মীরা বললেও দোষ!! এই না হলে বিজেপির চতুষ্পদ। তৃণমূল আজ দিনভর ত্রিপুরায় সক্রিয়, বঙ্গ বিজেপির তাতে যে বুক ফাটছে, বোঝা যাচ্ছে। ছবিটি তুলেছে সুদীপ রাহা।

বীরবাহা ভালো থাকুন।
ত্রিপুরায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে বুধবারই সকালে আগরতলা পৌঁছান তৃণমূলের প্রতিনিধিদল। স্বৈরাচারী বিজেপির রাজ্যে আগরতলা বিমানবন্দরেই আটকে দেওয়া হয় সেই প্রতিনিধিদলকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এতটা ব্যর্থ মানিক সাহা প্রশাসন, যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়েই বিমান বন্দর থেকে শহরে পা রাখতে বাধা পুলিশের। তৃণমূল প্রতিনিধিদলের সদস্যরা বিমান বন্দরের সামনেই এর প্রতিবাদে অবস্থানে বসে পড়েন। ছিলেন বীরবাহা-সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের অভিযোগ, যে গাড়ি তাঁদের নিতে এসেছিল তার চালকদের হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ  জানান, এর পরে তাঁরা প্রিপেড ট্যাক্সি বুক করতে যান, কিন্তু সেখানেও তাঁদের গাড়ি ভাড়া দেওয়া হয়নি। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, বিমানবন্দর ছেড়ে বেরতে পারবে না তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপির নেতারা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেন, ৩৬৫ দিনের মধ্যে ৩৬০দিন বাংলায় ফাইভস্টার হোটেল ভাড়া করে পড়ে থাকেন- কোনও বাধা পান না। আর বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিরা এলেই বাধার মুখে পড়েন। এতেই বোঝা যায় ডবল ইঞ্জিন সরকারের রাজ্য গণতন্ত্র নেই। বাংলার ট্রিপল ইঞ্জিন সরকার- মা মাটি মানুষের সরকারে গণতন্ত্র আছে। এর পরেই হার মানে বিজেপি সরকারের পুলিশ। গন্তব্যে পৌঁছন তৃণমূল নেতৃত্ব।

নিজের জন্মদিনেও প্রিয়জন, আত্মীয়, বন্ধুদের ছেড়ে দলীয় কর্মীদের পাশে জঙ্গলকন্যা বীরবাহা (Birbaha Hansda)। দিনভর ধর্না-আন্দোলনে সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। সেখানে অগণকতান্ত্রিক উপায় তৃণমূলকে আটকে, নিজেদের দোষ ঢাকতে এখন স্যোশাল মিডিয়ায় কুৎসা ছড়াতে নেমেছে আইটি নির্ভর পদ্মশিবির। নিজের পোস্টে তাঁদের তুলোধনা করলেন কুণাল।

spot_img

Related articles

হাইকোর্টে স্বীকৃতি এসএসসির যুক্তি! চাকরিতে বহালদের ‘যোগ্য’ স্বীকৃতি 

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারি পক্ষের যুক্তি মানল। আদালতে সরকারি আইনজীবী কল্যাণ...

দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে দেশে ফিরলেন কাকদ্বীপের ৪৭ মৎস্যজীবী 

দীর্ঘ পাঁচ মাসের কারাবন্দির পর অবশেষে বুধবার দেশে ফিরলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৪৭ জন মৎস্যজীবী। ফ্রেজারগঞ্জ উপকূল...

বনগাঁ পুরসভা: আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন পুরপ্রধান গোপাল শেঠ

বনগাঁ পুরসভায় চেয়ারম্যান গোপাল শেঠ অবশেষে পদত্যাগ করেছেন। নভেম্বরের শুরুতে দলের নির্দেশে পদত্যাগের কথা বলা হলেও তিনি তা...

মানুষকে বল বানিয়ে ক্যাচ-ক্যাচ খেলতেন! মহাকাশের অভিজ্ঞতা শেয়ার করলেন শুভাংশু 

কলকাতায় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে শহরের স্কুল-কলেজের ছাত্রদের সামনে মহাকাশে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতের দ্বিতীয় নভোচারী...