বলিউড বিনোদন জগতের অন্যতম বড় মঞ্চ মানেই ফিল্মফেয়ারের (70th Filmfare Awards 2025) ঝলমলে রাত। দেশে হোক বা বিদেশে, এই পুরস্কার মানেই বিশেষ স্বীকৃতি আর তারকাদের ক্যানডিড মোমেন্ট। শনিতে (১১ অক্টোবর ২০২৫) গুজরাটের আহমেদাবাদের অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরকম কিছু দৃশ্য উপহার দিল। বাবার জন্মদিনে আইকনিক টুনি লাইট জ্বলা জ্যাকেট পরে মঞ্চে নাচলেন অভিষেক (Abhishek Bachchan), দশকাসনে বসে মোবাইলে সে মুহূর্ত বন্দি করে রাখলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। আবার নবাগত নিতাংশী গোয়েল পুরস্কারের মঞ্চে উঠলেন কিং খানের (SRK) হাতে হাত রেখে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ‘লাপাতা লেডিস’- এর জয়জয়কার। সেরা ছবিসহ ১৩টি পুরস্কার জিতল এই সিনেমা।

এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বলিউড বাদশা শাহরুখের এন্ট্রি ছিল দেখার মতো। এই মন্ত্রে তার সঞ্চালনা বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারেও স্বভাবসিদ্ধ স্টাইলে মন জিতলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর এবং মনীশ পলও। শাহরুখ-কাজলের (Shahrukh- Kajol)জমজমাট পারফরম্যান্স দর্শকের মনে ফিরিয়ে দিল নয়ের দশকের নস্টালজিয়াকে। পুরস্কার ঘোষণাতেও ছিল চমক। সেরা অভিনেতা (পুরুষ) বিভাগে অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চন্দু চ্যাম্পিয়ন’) যৌথভাবে এই পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী (মহিলা) হয়েছেন আলিয়া ভাট (জিগরা)।সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কিরণ রাও (লাপাতা লেডিস)। অন্যদিকে, ক্রিটিক্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছেন সুজিৎ সরকার (আই ওয়ান্ট টু টক)।

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ (Laapataa Ladies) ছবিতে ‘ফুল কুমারী’র চরিত্রে নিতাংশীর অভিনয় সমালোচক এবং দর্শক উভয়েরই প্রশংসা কুড়িয়েছে। সেরা ডেবিউ বিভাগে ফিল্মফেয়ারের পুরস্কার জিতেছেন তিনি। নাম ঘোষণা হতেই হলুদ রঙের অফ-শোল্ডার গাউন পরে মঞ্চের দিকে যাওয়ার সময় সিঁড়িতে পা পিছলে যায় নিতাংশীর, উপস্থাপক শাহরুখ খান তখনই নবাগতার হাত ধরে তাঁকে সাবধানে মঞ্চে নিয়ে আসেন।এখানেই শেষ নয়, অভিনেত্রীর লম্বা গাউনটির শেষভাগ নিজের হাতে তুলে ধরে তাঁকে মঞ্চে চলতে সাহায্য করেন কিং খান। স্বভাবতই এই দৃশ্য সবার মন কেড়েছে এবং দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও শ্যাম বেনেগাল (মরণোত্তর)। ব্ল্যাক লেডিকে হাতে নিয়ে উচ্ছ্বসিত বিজয়ী তারকারা।

–

–

–

–

–

–

–