যাবতীয় জল্পনার অবসান, অবশেষে আইএসএলের(ISL) দরপত্র প্রকাশ করল ফেডারেশন। ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন। নতুন সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি হবে। ২০২৫ থেকে ২০৪০ সাল পর্যন্ত চুক্তি করা হবে।

ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে, দরপত্রে জয়ী সংস্থাকে বছরে ন্যূনতম ৩৭ কোটি ৫০ লক্ষ টাকা ফেডারেশনকে দিতে হবে। পাশাপাশি সেই সংস্থার সম্পদমূল্য ন্যূনতম হতে হবে ২৫০ কোটি টাকা। ৫ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সেই দরপত্র খোলা হবে ১১ নভেম্বর। দরপত্রে জয়ী সংস্থার সঙ্গে ১৫ বছরের চুক্তি করবে ফেডারেশন।

এখন প্রশ্ন কোন সংস্থা আইএসএল করার জন্য আগ্রহ দেখাবে। কারণ আইএসএল থেকে লাভের মুখ দেখা যায় না। প্রতিটি ক্লাবই লসের মুখ দেখে। শেষবার ১৫ বছরের জন্য আইএসএল আয়োজনের জন্য এসেছিল এফএসডিএল। এবারও যদি এফএসডিএল আইএসএল আয়োজন করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করে তা হলেও এই রকমই দীর্ঘমেয়াদি চুক্তি চায় তারা। না হলে আইএসএলে আসতে চাইছে না তারা।

২০১০সালে এমআরএ অনুযায়ী এফএসডিএলকে বার্ষিক ৫০ কোটি টাকা ফেডারেশনকে দিতে হত ৷ কিন্তু এই বার তাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে ৷ একান্তই এফএসডিএল হাত তুলে নিলে নতুন কোনও বড় কোম্পানিকে আনা কঠিন হবে। হিরো আগেই স্পনশরসিপ তুলে নিয়েছে। আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও পর্যন্ত হয়েছে।

–

–

–

–
