Saturday, December 20, 2025

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

Date:

Share post:

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের সচিব সৃঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস দত্ত। কার্যকরী কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারই মোহনবাগান ক্লাবে আইএফএ শিল্ড আসে। ক্লাব লনে শিল্ড রাখা ছিল সমর্থকদের দেখার জন্য ।শিল্ড জয়ের পরই মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা আবেগে ভাসলেন।

শিল্ডের গায়ে ১৯১১ সালে স্মারকটি স্পর্শ করলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত , সহ সভাপতি কুণাল ঘোষ।

প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। মোহনবাগান সভাপতি বলেন, শিল্ড আবার নিজের ঘরে ফিরল ।১৯১১ সালে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল মোহনবাগান। তার আগে আইএফএ শিল্ড কারা পেয়েছিল কেউ মনে রাখেনি।
২০০৩ সালের পর আমরা আবার আইএফএ শিল্ড জিতলাম। এই শিল্ডের সঙ্গে মোহনবাগান ক্লাবের ইতিহাস জড়িয়ে রয়েছে।

একইসঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব কে কটাক্ষ করতেও ছাড়লেন না দেবাশিস দত্ত। তিনি বলেন, ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপে মাঠ নিয়ে নানা অভিযোগ করেছে। আসলে নাচতে না জানলে উঠোন বাঁকা। ইস্টবেঙ্গল ক্লাব মনে হয় মোহনবাগানকে নিয়ে সবসময় স্বপ্ন দেখছে ভালো মন্দ সবকিছুতেই মোহনবাগানকে জড়িয়ে দিচ্ছে। তবে আমাদের এখানেই থেমে থাকলে হবে না। আগামী দিনের সুপার কাপ আছে সেখানেও ভালো খেলতে হবে। ডার্বি জিততে হবে এবং ট্রফি জয় করতে হবে। সমর্থকরা সবসময় ট্রফি জয়ী দেখতে চান।

অন্যদিকে ফেডারেশনেরকে আক্রমন করতে ছাড়লেন না সচিব সৃঞ্জয় বসু। তিনি বলেন, ফেডারেশন ঘরোয়া সব লিগে বিদেশি খেলানো নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু নিজেদের টুর্নামেন্ট এর জন্য ৬ জন বিদেশীকে খেলানোর অনুমতি দিচ্ছে।

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...