অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)। টিম বাস নয়, অস্ট্রেলিয়ায় ট্যাক্সিতে উঠে ঘুরতে বেরিয়ে গেলেন ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং যশস্বী জয়সওয়াল। এমন তারকা তিন যাত্রী পেয়ে অবাক ক্যাব চালক।

কোনও ব্যক্তিগত গাড়ি নয়, অ্যাডিলেডের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ট্যাক্সি চালকের গাড়িতে উঠলেন ভারতীয় দলের তিন ক্রিকেটার। এমন যাত্রীদের পেয়ে কিছুটা চমকে যান তিনি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

পিছনের এবং পাশের আসনে বসা যাত্রীদের বার বার দেখতে থাকেন চালক। বার বার দেখতে থাকেন তারকা যাত্রীদের। তিন ক্রিকেটারের সঙ্গে সৌজন্য সাক্ষাতও করেছেন অস্ট্রেলিয়ান ট্যাক্সি চালক। বিস্ময় কাটিয়ে যশস্বীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন।

অ্যাডিলেডেই শেষ ম্যাচ খেলতে নেমেছিলেম রোহিত শর্মা! বিরাট-রোহিতের অবসর জল্পনার মধ্যেই নয়া ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ক্লিপটিতে দেখা যাচ্ছে গম্ভীর রোহিতের উদ্দেশ্যে, “এটাই তোমার শেষ ম্যাচ ছিল। সবাই এমনই ভেবেছিল। এবার তো দয়া করে একটা ছবি পোস্ট করো।”

রোহিত যা পারফরম্যান্স করেছেন অ্যাডিলেডে। তাতে আরও একটা লাইফ লাইন পেতে পারেন। কিন্তু দুই ম্যাচে ০ রানে আউট হওয়া বিরাটকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে।

–

–

–

–

