Tuesday, December 16, 2025

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ তনয়া সিন্ড্রেলা দাস (Cinderella Das) ও দিব্যাংশী ভৌমিক (Debanshi Bhowmik)। দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা এবং প্রবাসী দিব্যাংশীর এই যুগল সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় ২ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্যের প্রশানিক প্রধান।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব র‍্যাঙ্কিং (World Ranking) অনুযায়ী, সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে। তারা দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটিকে (৩১৯৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটিকে (৩১৭০ পয়েন্ট) পিছনে ফেলে দিয়েছেন। এই কৃতিত্বের পিছনে রয়েছে তাদের ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য। সিন্ড্রেলা এবং দিব্যাংশী জুটি সম্প্রতি ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, বার্লিন এবং লিমার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌঁছে ছিল তারা।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে দুই কৃতি বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব টেবিল টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।”
আরও খবরবাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

সিন্ড্রেলা দাস এরপর দিল্লিতে (Delhi) জাতীয় শিবিরে অংশ নেবেন। সেখান থেকে তিনি বাহরিনে এশিয়ান ইউথ গেমসে ভারতের (India) হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।

spot_img

Related articles

মেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

যুবভারতীতে (Yuba Bharati) লিওনেল মেসির (Loinel Messi) অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার (State Government)।...

শেষ দুটি ম্যাচেও অনিশ্চিত বুমরাহ, ধুরন্ধরে মজে টিম ইন্ডিয়ার সদস্যরা

দুয়ারে টি২০ বিশ্বকাপ, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেই প্রস্তুতিটা সেরে নিতে চাইছে টিম  ইন্ডিয়া।...

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...