ডাবল ইঞ্জিনে নেই নারী নিরাপত্তা, বিজেপির অতিসক্রিয় নেতারা এখন কেন চুপ? প্রশ্ন শশীর

Date:

Share post:

বিজেপির (BJP) ডাবল ইঞ্জিনে (Double Engine) নারী নিরাপত্তা নেই। নেই হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা। তাই তো রক্ষক পুলিশের হাতেই ধর্ষিত হতে হয় মহিলা চিকিৎসককে। শুধুই কি ধর্ষণ, এই ধর্ষণের পিছনে লুকিয়ে রয়েছে বিরাট কেলেঙ্কারি। নির্যাতিতা ওই মেডিকেল অফিসারকে ভুয়ো ময়নাতদন্তের রিপোর্ট ও জাল সার্টিফিকেট দিতে চাপ দেওয়া হত। বাংলায় বা অবিজেপি রাজ্যে এমন ঘটনা ঘটলে তো সাড়া ফেলে দিতেন, এখন কেন বিজেপির তাবড় নেতারা সব নীরব? কোথায় গেলেন অভয়া আন্দোলনের রাতদখলকারীরা? বিজেপির মহারাষ্ট্রের ঘৃণ্য-চরম নিন্দনীয় ঘটনা নিয়ে এবার সুর চড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা (Shahi Panja)।

মহারাষ্ট্রে পাঁচ মাস ধরে মহিলা চিকিৎসক (Doctor) দুই পুলিশ আধিকারিকের (Police Officer) দ্বারা লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বেছে নেন আত্মহননের পথ। হাতের তালুতে নোট লিখে তিনি আত্মঘাতী হন। তারপরই বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে গর্জে উঠেছে গোটা দেশ। তাৎপর্যপূর্ণভাবে নীরব বাংলার বাম-বিজেপি। শশী পাঁজা বলেন, বাংলায় কিছু ঘটলেই যেখানে বিজেপির নেতারা অতিসক্রিয় হয়ে উঠেন, এখন তাঁরা কোথায়? এবার তাঁরা আন্দোলনে নামবেন না, প্রতিবাদ করবেন না, রাত দখলের নামবেন না রাস্তায়? তাঁর আরও প্রশ্ন, কই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তো এখনও কোনও উত্তর দিলেন না? সংবাদমাধ্যম, জাতীয় মহিলা কমিশন থেকে বিজেপি মহিলা মোর্চা— এখন তারাই বা নীরব কেন? তৃণমূল কংগ্রেস এর জবাব চায়।

শশী পাঁজা (Shahi Panja) আরও বলেন, একজন মহিলা চিকিৎসক দিনের পর দিন রক্ষক পুলিশের লালসার শিকার হয়েছেন। ন্যায়বিচার চাইতে মানুষ যে পুলিশের কাছে দৌড়ায়, তারাই ভক্ষক। নিরুপায় হয়ে সেই ভারত কি বেটি মহিলা চিকিৎসক আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর পর যাতে সুবিচার পান, সেজন্য হাতের তালুতে লিখে যান, কারা তাঁর মৃত্যুর জন্য দায়ী। বাংলায় হলে এতক্ষণ জাতীয় মহিলা কমিশন ছুটে আসত। এখন তাদের দেখা নেই। রাজ্যের মহিলা কমিশনকেও দেখা যায়নি। ন্যাশনাল চ্যানেলগুলোরও মুখে কুলুপ পরিয়ে দেওয়া হয়েছে। কই প্রশ্ন তুলছেন না তো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি না? আর বাংলায় হলে? নারী নিরাপত্তা নিয়ে যাঁরা নিজেদের চ্যাম্পিয়ন্স বলেন, সেই মহিলা মোর্চা কোথায় বিজেপির? আপনাদের মধ্যে যে মহিলাদের প্রতি সম্মান, সমবেদনা আদৌ নেই সেটাও ভারতবর্ষ আজ দেখল। দেখল এক অপরাধের আড়ালে কত অসাধু চক্র সক্রিয় রয়েছে। তেমনই এক জাল সার্টিফিকেট চক্রের পাকেই এক নিরীহ চিকিৎসককে জীবন বলি দিতে হল।

spot_img

Related articles

ব্যয় ১২০ কোটি! চন্দননগরে বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ, বিদায় নিল ওভারহেড তার

বিদ্যুৎ সরবরাহে এল এক নতুন দিগন্ত। চন্দননগরের আকাশ থেকে বিদায় নিল ওভারহেড তার, এবার মাটির নীচ দিয়েই চলবে...

সুপ্রিম নির্দেশে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে সীলমোহর রাজ্যপালের

সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সীলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে...

নয়া উদ্যোগ রাজ্যের, কৃষকদের আয় বাড়াতে তৈরি হচ্ছে ১০টি ফসলভিত্তিক হাব

কৃষকদের ফসল বিক্রিতে সুবিধা ও ন্যায্য দাম নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন দফতর...

চাষাপাড়ার বুড়িমা পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাসে মুখর কৃষ্ণনগর

প্রযুক্তি আর ভক্তির মেলবন্ধনে এবার এক নতুন অধ্যায় রচনা হল কৃষ্ণনগরের চাষাপাড়ায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা...