বিজেপি রাজ্যে চিকিৎসক মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি: ফেরার অভিযুক্ত পুলিশকর্মী!

Date:

Share post:

যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করা হলে প্রাণ দিতে হত না ২৬ বছরের চিকিৎসককে। নাগরিক পরিষেবা দিতে আসা চিকিৎসকদের কতটা নিরাপত্তাহীনতায় কাটাতে হয় ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে, তার প্রমাণ মিলেছে সাতারার আত্মহননের পথ বেছে নেওয়া চিকিৎসকের সুইসাইড নোটে (suicide note)। এই ঘটনায় এবার মহারাষ্ট্রের (Maharashtra) চিকিৎসকরা সিবিআই অথবা কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তের দাবি জানালেন। অন্যদিকে যে পুলিশ কর্মীর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা (rape victim) চিকিৎসক, সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে সাসপেনশনের (suspension) মতো পদক্ষেপেই থেমে গিয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) প্রশাসন। অপরাধীকে এভাবে ছাড় দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

সাতারার চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে মহারাষ্ট্রে ময়নাতদন্ত (post mortem) থেকে বন্দিদের মেডিক্যাল রিপোর্ট শুধুমাত্র শাসকদলের নেতাদের অঙ্গুলি হেলনে হয়। বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) অপরাধ প্রবণতার শুরু যে রাজনীতিকদের হাত ধরেই, এমনকি তার হাত থেকে যে চিকিৎসার পেশায় থাকা শীর্ষ পদাধিকারীদেরও মুক্তি নেই, সাতারার (Satara) মেডিক্যাল অফিসার নির্যাতিতার বয়ানে স্পষ্ট। এরই প্রতিবাদে শনিবার মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টর্স (MARD) সামিল হয়। মুম্বইয়ের কেইএম হাসপাতালে (KEM Hospital) জরুরি বিভাগ খোলা রেখে কর্মবিরতি পালন করেন তাঁরা।

মহারাষ্ট্রের চিকিৎসকদের দাবি, সাতারার ঘটনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, যেখানে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কেউ নির্যাতিতার কথা শোনেনি। কেউ কোনও পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত তাঁকে প্রাণ দিতে হল। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তাঁরা অপরাধীদের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে পুলিশের উপর আস্থা না রেখে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়া দাবি জানান তাঁরা। শনিবার প্রায় ৮ হাজার চিকিৎস প্রতিবাদে সামিল হন। তাঁদের বক্তব্য, যদি তাঁদের দাবিগুলি অনুযায়ী ব্যবস্থা না নেওয়া হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে পুলিশ-সাংসদদের ‘রাজ’! আত্মহত্যার আগে চার পাতা লিখলেন চিকিৎসক

বাস্তবে চিকিৎসকদের আশঙ্কা যে সত্যি তা প্রমাণিত হয় শনিবারও। যে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ২৬ বছরের মেডিক্যাল অফিসার, সেই পুলিশই মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গোপাল বাদানেকে সাসপেন্ড করে খান্ত দিয়েছে। পুলিশের দাবি অভিযুক্ত বাদানে নিখোঁজ (absconding)। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার উপর মানসিক নির্যাতন চালানো বাড়ির মালিকের ছেলে প্রশান্ত বাঙ্করকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্তদের গ্রেফতারির দাবি ও নিরাপত্তার দাবিতে আইন প্রণয়নের দাবিতে অনড় চিকিৎসকরা।

spot_img

Related articles

ক্যানবেরায় বৃষ্টির পূর্বাভাস, অজিভূমে আজ প্রথম টি-টোয়েন্টি নিয়ে সংশয়! 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ খেলায় ভারতীয় দল দাপট দেখালেও অস্ট্রেলিয়ার মাটিতে ছাড়তে হয়েছে রোহিত-বিরাটদের (Rohit Sharma-Virat Kohli)।...

‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপ কর: পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

দেড় পাতার সুইসাইড নোটে এনআরসি-র জন্য আতঙ্ক স্পষ্ট। খড়দহের প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক...

জামাইকায় আছড়ে পড়ল হারিকেন মেলিসা: মৃত ৭, ঐতিহাসিক ক্ষতির মুখে দ্বীপরাষ্ট্র

কোথাও নেই বিদ্যুৎ সরবরাহ। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। জামাইকার প্রশাসন গোটা দেশকে বিপর্যস্ত ঘোষণা...

স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে...