Saturday, December 13, 2025

জমি বিক্রিতে চাপ: মধ্যপ্রদেশে বিজেপির নেতা গাড়ি চাপা দিয়ে মারল কৃষককে!

Date:

Share post:

ক্ষমতাসীন দল। তাই মানুষের জীবন, জমির মালিক যেন বিজেপি নেতারাই। আর সেই জমি বিজেপি নেতার হাতে তুলে না দেওয়ায় ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh) বিজেপি নেতা (BJP leader) গাড়ি চাপা দিয়ে প্রাণে মেরে ফেলল এক কৃষককে। বাঁচাতে আসা স্ত্রী মেয়ের বুকে দাঁড়িয়ে কাপড় ছিঁড়ে চলল মধ্যযুগীয় বর্বরতা। চলল লাগাতার শূন্যে গুলি। ফলে ভয়ে তাঁদের রক্ষা করতে এগিয়েও আসতে পারলেন না গ্রামের মানুষ। ঘণ্টাখানেক পুরো সিনেমার কায়দায় গ্রামে তাণ্ডব চালালেও পুলিশ প্রশাসন সেখানে পৌঁছতেই পারেনি। ঘটনায় বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ মধ্যপ্রদেশ পুলিশ।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ফতেগড় (Fatehgarh) এলাকার গণেশপুরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিজেপি নেতা মহেন্দ্র নাগরের বিরুদ্ধে। অভিযোগ চাপ দিয়ে গ্রামের অন্তত ২৫ জন কৃষকের জমি কেড়ে নিয়েছে মহেন্দ্র নাগর। শুধু জমি কেড়ে নেওয়াই নয়। এইসব কৃষকদের গ্রাম ছেড়ে যেতে বাধ্য করেছে বিজেপির নেতা ও তার গুণ্ডারা।

গ্রামের কৃষক রামস্বরূপ ধাকড় কোনওমতেই নিজের জমি নাগরের হাতে তুলে দিতে রাজি হননি। ভয় দেখাতে মাঠে কাজে যাওয়ার সময় তাকে ঘিরে ধরে নাগর ও তার লোকজন। প্রথমে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করা হয়। রামস্বরূপের স্ত্রী বাঁচানোর চেষ্টা করেন। তাতেও কৃষক রাজি না হওয়ায় তার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় নাগরের গুণ্ডারা। সেইসময় রামস্বরূপ ও তাঁর স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মেয়ে। নাগরের লোকেরা তাঁর স্ত্রী ও মেয়ের কাপড় ছিঁড়ে তাদের হেনস্থা করে।

রামস্বরূপের ভাই রামকুমার দাবি করেন, অন্তত ২০ জন গুণ্ডা ঘিরে ধরে রামস্বরূপ ও তাঁর স্ত্রী মেয়েকে। তারা বন্দুক তুলে শূন্যে গুলি চালাতে থাকে। ফলে ভয়ে গ্রামের মানুষ তাঁদের বাঁচানোর জন্য যেতে পারেননি। এমনিতেও গ্রামের বহু পরিবার নাগরের অত্যাচারে ইতিমধ্যেই গ্রামছাড়া। প্রায় একঘণ্টা ধরে গ্রামে তাণ্ডব চালায় তারা। মৃত রামস্বরূপের দেহে বন্দুক তাক করে রাখে, যার ফলে তাকে চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসার খুব একটা সুযোগও পাননি চিকিৎসকরা।

আরও পড়ুন: দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

ঘটনায় ফতেগড় থানায় (Fatehgarh police staiton) মহেন্দ্র নাগরের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। তার পরিবারের দুই মহিলা সদস্য ও ১৪ জন সঙ্গীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুলিশি তৎপরতায় আস্থা নেই গ্রামবাসীদের। তাঁদের দাবি বিজেপি নেতা মহেন্দ্র নাগরের ভয়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। ফলে রামস্বরূপের মতো কৃষকদের ছয় বিঘা জমির জন্য প্রাণ দিতে হয়।

spot_img

Related articles

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে...

SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে, আত্মঘাতী মালদহের প্রৌঢ়!

সময় শেষ, অথচ এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। পরিচিতরা ভয় দেখিয়েছিলেন এবার বোধহয় বাংলাদেশে চলে যেতে হবে।...

অব্যবস্থা, বিজেপির উস্কানি! যুবভারতীর ঘটনার তীব্র নিন্দা তৃণমূলের, আয়োজককে তোপ কুণালের

মেসির অনুষ্ঠানের চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati)। শনিবার, মাত্র ১৯ মিনিট মাঠে ছিলেন বাঁ পায়ের...

শাহজাহান মামলার সাক্ষীকে গাড়ির ধাক্কা: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিছু নেওয়া বাইকার

তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট...