কানাডায় টার্গেট করে খুন ভারতীয় ব্যবসায়ীকে। মাদকের কারবারে ব্যবসায়ী খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা না গেলেও একটি রুপোলি টয়োটা কোরোলা গাড়িকে আততায়ীদের গাড়ি হিসাবে চিহ্নিত করা গিয়েছে। এই নিয়ে গত সাতদিনে দ্বিতীয় ভারতীয়ের খুনের ঘটনা কানাডায় (Canada), যা প্রশ্ন তুলছে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপর।

সোমবার ব্রিটিশ কলাম্বিয়ার (British Columbia) অ্যাবোটসফোর্ড শহরে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ (bullet injury) হয়ে খুন হন দর্শন সিং সহসি (৬৮) নামে এক ব্যবসায়ী। স্থানীয় এলাকা থেকে গুলি চলার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে একটি গাড়ির মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সহসিকে। তাঁকে দ্রুত জীবনদায়ী চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো যায়নি বলে দাবি কানাডা পুলিশের (Canada Police)।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে আততায়ীরা প্রায় দু’ঘণ্টা ধরে দর্শনের বাড়ির সামনে ঘুরে বেরিয়েছে। ঘটনায় আর কেউ গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটেনি। তার থেকেই প্রমাণিত, এটি টার্গেট কিলিং, দাবি পুলিশের। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang) এই খুনের দায় স্বীকার করেছে। তাদের দাবি, পুরোনো মাদক পাচার (drug smuggling) সংক্রান্ত টাকার ভাগ নিয়ে সহসির সঙ্গে সমস্যা ছিল তাদের। যদিও এই ঘটনায় ভারত বিদ্বেষের তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ব্রিটিশ কলাম্বিয়ার পাঞ্জাবিদের একাধিক সংগঠন জানিয়েছে, দর্শন সিং শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, ক্যানাডায় পাঞ্জাবি সংস্কৃতির ধারক ও বাহকও ছিলেন।

আরও পড়ুন: ইংল্যান্ডে ফের বর্ণবিদ্বেষী ধর্ষণের শিকার ভারতীয় পঞ্জাবি মহিলা

এর আগে ২১ অক্টোবর ভারতীয় বংশোদ্ভূত (Indian origin) তরুণী আমনপ্রিত সাইনির খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় মনপ্রীত সিং নামে এক যুবককে খুঁজছে কানাডা পুলিশ। পরিবারের সঙ্গে লুকিয়ে কানাডায় প্রবেশ করেছিল এই মনপ্রীত, দাবি তদন্তকারীদের। খুনের পর তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারও আশঙ্কা করছে কানাডা পুলিশ।

–

–

–

–
–
–


