NRC-আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ করের (Pradip Kar) আরও একটি নোট উদ্ধার। বুধবার, পানিহাটিতে আত্মঘাতী প্রদীপর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেখানেই মৃতের লেখা ডায়েরির তথ্য তুলে বিজেপি-কে তুলোধনা করেন অভিষেক। 

এনআরসি-আতঙ্কে আত্মঘাতী প্রদীপ করের বাড়ি গিয়ে সেখান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, একটা মৃত্যু নিয়েও রাজনীতি করছে বিজেপি! মৃতের লেখা ডায়েরির তথ্য তুলে ধরে অভিষেক বলেন, বিজেপি মিথ্যা কথা বলছে। তিনি নিজেকে নিয়ে নয়, চার ভাইবোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর ডায়েরিতেই সেই প্রমাণ মিলেছে। 

নদিয়া জেলায় প্রদীপের পৈতৃক বাড়ি। সেখানেই তাঁর জন্ম। পরে তিনি পানিহাটিতে চলে আসেন। নদিয়ায় তাঁর বাড়ি-জমি থাকলেও ভাইবোনেদের কিছু নেই। তাই ভাইবোনেদের কী হবে এটাই ছিল আসল চিন্তা। তাঁরা যদি এনআরসির কোপে পড়েন- সেই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রদীপকে। তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই এই পরিণতির দিকে ঠেলে দিল কি না সেটাই এখন প্রশ্ন। 

–

–

–

–

–

–
–


