ফের SIR-NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, বীরভূমে স্বজনহারা পরিবারের পাশে তৃণমূল

Date:

Share post:

পানিহাটি, কোচবিহারের পরে ফের SIR-NRC আতঙ্কে আত্মহত্যার (Suicide) অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের (Birbhum) ইলামবাজার ব্লক খয়েরবুনি গ্রাম। অভিযোগ, SIR আতঙ্কে সুভাষপল্লিতে মেয়ের বাড়ি গিয়ে গলায় দড়ি দেন ক্ষিতীশচন্দ্র মজুমদার (Khitish Majumder) নামে ওই ব্যক্তি। দেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। খবর পেয়েই শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন ইলামবাজার ব্লকের তৃণমূল (TMC) নেতৃত্ব।

ক্ষিতীশের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই SIR আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার, SIR ঘোষণার পরেই আরও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরিবারের অভিযোগ, সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান ও কোর কমিটির সদস্য রবি মুর্মু মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদেরও অভিযোগ, SIR-NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন ক্ষিতীশ। ফজলুর রহমান বলেন, প্রথম থেকেই এসআইআর নিয়ে আতঙ্কিত ছিলেন এই প্রৌঢ়। এসআইআর-এর জন্য যে নথিপত্র চাওয়া হয়েছে, তা অনেকের কাছে নেই। ফলে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারার আতঙ্কে রয়েছেন অনেকেই। ।

এসআইআর (SIR) আতঙ্কে সম্প্রতি আত্মঘাতী পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। ‘সুইসাইড নোটে’ সেই কথা উল্লেখও করেছেন তিনি। বুধবার কোচবিহারের (Coochbher) বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন বৃদ্ধ খাইরুল শেখ। SIR আতঙ্কেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন খোদ খাইরুল। বুধবার, প্রদীপ করের বাড়ি গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলে এই মৃত্যুর দায় অমিত শাহ-জ্ঞানেশ কুমারকে নিতে হবে।

spot_img

Related articles

অজিদের হারিয়ে ইতিহাস ভারতের, বিশ্বকাপ জয়ের দুয়ারে হরমনপ্রীতরা

মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women ODI) ফাইনালে ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা দল।  কাপ...

আইপিএলে কোচ যুবরাজ! নায়ারের সঙ্গেই নাইট দলে আসবেন রোহিত?

কেকেআর(KKR) কোচ পরিবর্তন করে অভিষেক নায়ারকে দায়িত্ব দিয়েছে। এবার জল্পনায় লখনউ দলের কোচও। জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে নতুন কোচকে...

গয়েরকাটা চা-বাগানে চিতাবাঘের মৃতদেহ, চাঞ্চল্য ডুয়ার্সে 

ডুয়ার্সের গয়েরকাটা চা-বাগান এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সকালে। গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ২১ নম্বর সেকশনে প্রতিদিনের মতো কাজে...

হতশ্রী ফিল্ডিং, বিশ্বকাপে হরমনপ্রীতদের ক্যাচ ফস্কানোর পরিসংখ্যান লজ্জাজনক!

পুরো বিশ্বকাপেই (ICC Women’s Cricket World Cup 2025 )খারাপ ফিল্ডিং সমস্যায় ফেলেছে ভারতকে। সেমিফাইনালের কঠিন ম্যাচেও সেই ধারা...