স্কুটারের ধাক্কায় ভেঙেছিল গাড়ির কাচ। সেই সামান্য ঘটনার বদলা নিতে এক ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন এক দম্পতি! ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) পুত্তেনাহালি এলাকায়। এই ঘটনার এক ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গেছে রীতিমত স্কুটারের পিছনে ধাওয়া করে পিষে মারছে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইকআরোহী ডেলিভারি বয়ের, গুরুতর আহত আরও একজন।

পুলিশ জানিয়েছে, মৃত ডেলিভারি বয়ের নাম দর্শন (২৪)। শনিবার রাতে বন্ধু বরুণকে নিয়ে স্কুটারে ফিরছিলেন তিনি। জে.পি.নগর এলাকায় তাঁদের স্কুটারটি সামান্য ধাক্কা মারে এক সাদা রঙের সেডান গাড়িকে। গাড়িতে ছিলেন মনোজ কুমার (৩২) ও তাঁর স্ত্রী আরতি শর্মা (৩০)। দর্শন তখনই ক্ষমা চেয়ে চলে যান, কিন্তু তাতে মনোজের রাগ কমেনি। গাড়ি ঘুরিয়ে স্কুটারটিকে তাড়া করতে থাকেন তিনি। প্রায় দুই কিলোমিটার জুড়ে চলে এই দৌড়। তারপর আচমকা গাড়ি স্কুটারের পিছনে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে দুই আরোহী। দর্শন গুরুতর আহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বরুণ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত দম্পতি মুখে মাস্ক পরে ফের ঘটনাস্থলে এসে গাড়ির ভাঙা অংশ তুলে নিয়ে যান প্রমাণ লোপাটের জন্য।

পুলিশ প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা ভেবেছিল। কিন্তু ফুটেজ হাতে আসতেই স্পষ্ট হয়ে যায় যে এটি পরিকল্পিত খুন। মামলা বদলে দেওয়া হয় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন)। সোমবার রাতে দু’জনকেই গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। আরও পড়ুন: ফের কৃষক বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র, চাপের মুখে কী জানালেন ফড়নবিশ

–

–

–

–

–

–


