ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান – সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ মেট্রো সময় বদলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।এদিন শেষ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা আগে চলাচল বন্ধ করবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্যই সময়সূচির এই পরিবর্তন।
৯ নভেম্বর ২০২৫ (রবিবার):

- হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুট: শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। (অন্যান্য রবিবার শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ে।)
- সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: আজ এই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। (অন্যান্য রবিবার শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪৭ মিনিটে।)
সকাল থেকে অবশ্য নির্ধারিত নিয়মেই মেট্রো চলাচল করছে। রাতের এই সূচি বদল শুধুমাত্র রবিবারের জন্যই করা হয়েছে। সোমবার থেকে আবার চেনা শিডিউল মতোই প্রথম ও শেষ মেট্রো পাওয়া যাবে।

–

–

–

–

–

–

–
–


