এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই হার ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেডে(East Bengal women)। চিনের হাঙ্কু কালচার স্পোর্টস সেন্টারে উহান জিয়াংদা ওমেন্স এফসি দলের বিরুদ্ধে ০-২ গোলে হার লাল হলুদের মহিলা ব্রিগেডের।

চিনের ক্লাবটির বিরুদ্ধে জয় পেলে বা ড্র করতে পারলেই নক আউট পর্বে স্থান নিশ্চিত হয়ে যেত ইস্টবেঙ্গলের। কিন্তু জিয়াংদা ক্লাবের বিরুদ্ধে হেরে আপাতত ইস্টবেঙ্গলের নক আউট ভাগ্য ঝুলেই রইল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল হলুদ খেলবে উজবেকিস্তানের নাসাফ ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে ইস্টবেঙ্গল মহিলা দলের চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ভাগ্য।

উইহানের মাঠে মাঠে চিনের ক্লাবটি ছিল কঠিন প্রতিপক্ষ। তার উপর ছিল প্রতিকূল আবহাওয়া। ম্যাচের শুরুতেই গোল পায় চিনের ক্লাবটি। ফলে লাল হলুদের লড়াই আরও কঠিন হয়।ম্যাচের ৫ মিনিটেই জিয়াংদা ক্লাবের হয়ে গোল করেন ওয়াং।১৫ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সেই ওয়াংই।

১৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে ম্যাচে ফেরা কঠিন ছিল ফাজিলা-শিলকিদের। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না ইস্টবেঙ্গল। বরং ডিফেন্স ভাল খেলায় জিয়াংদা ক্লাবের গোল সংখ্যা বাড়েনি। চিনের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে হার স্বীকার করে ইতিহাস গড়া হল না বৃহস্পতিবার। তবে লাল হলুদের সামনে সুযোগ রয়েছে।

–

–

–

–

–



