এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে কোন্নগর মাতৃসদন হাসপাতালে তপতি দেবীর অবস্থার খোঁজ নিতে যান শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। উপস্থিত ছিলেন উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরাও। তাঁরা তপতি দেবী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

তপতির স্বামী প্রবীর বিশ্বাস জানান, ‘‘এখন কিছুটা স্থিতিশীল আছেন তপতি। বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আরও পরীক্ষা করাতে সিঁথির মোড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তপতির ভাইপো সমীরন বিশ্বাস বলেন, ‘‘কাকিমার ব্রেনের এমআরআই জরুরি। রিপোর্ট এলেই বোঝা যাবে মস্তিষ্কে রক্তক্ষরণ কতটা হয়েছে।’’ এখনও পর্যন্ত সমস্ত চিকিৎসার খরচ পরিবারই বহন করছে। তবে মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন, প্রশাসনের তরফে সব ধরনের সাহায্য করা হবে। তপতি দেবীর দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই।

আরও পড়ুন- তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

_

_

_

_

_

_

_
_


