বরানগরে(Baranagar) ট্রামের (ডব্লুবিটিসিএল) কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে বিকাশ মজুমদার। গুলি কান ঘেঁষে বেরিয়ে যায়, বারুদ ছিটকে এসে তাঁর হাতে লাগে। আহত হন ওই ব্যক্তি।

শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বাড়ির পাশেই নর্দান পার্কে আবর্জনা ফেলতে গিয়েছিলেন। তখনই ঘটে এই ঘটনা। কারা, কেন তাঁকে খুনের চেষ্টা করেছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহতের বাড়ি বরানগর (Baranagar) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে।

পুলিশ সূত্রে খবর, বাইকে করে দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তারা হেলমেট পরে ছিল। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এলাকায় পুলিশ নজরদারি করছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

–

–

–

–

–

–



