রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার পরে নতুন করে আত্মহত্যার ঘটনা রাজ্যে। রীতিমত সুইসাইড নোট (suicide note) লিখে আত্মঘাতী হলেন নদিয়ার (Nadia) বিএলও রিঙ্কু তরফদার।

নতুন করে শুক্রবারই নতুন নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, বিএলও-দের (BLO) যতই কাজের চাপ বাড়ুক, ২৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশনের (digitisation) কাজ। আর এরপরেই শুক্রবার রাতে আত্মঘাতী হলেন নদিয়ার চাপড়ার বিএলও রিঙ্কু তরফদার। তাঁর মৃত্যুর পরে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করে।

চাপড়ার বাসিন্দা রিঙ্কু তরফদার একজন পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি ২০১ বিএলও হিসাবে কাজ করছিলেন। চাপড়ায় (Chapra) তাঁদের বাড়িতে একাধিক ঘর। শুক্রবার রাতে তারই একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন রিঙ্কু। শনিবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে অন্য একটি ঘরে গিয়ে তাঁর স্বামী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন : এসআইআর–এর কাজে দুই বিএলও–র মৃত্যু! পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্যের

চাপড়া থানার পুলিশ বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তা থেকে জানা যায়, রিঙ্কু দাবি করেন, পার্শ্ব শিক্ষক (para teacher) হিসাবে তিনি খুব বেশি বেতন পেতেন না। অথচ এসআইআর (SIR) শুরু হওয়ার পরে যে পরিমাণ কাজ করতে হচ্ছিল তা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। তিনি কোনওভাবেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারবেন না বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন।

–

–

–

–

–


