Sunday, November 23, 2025

মন্দারমণিতে গিয়ে বিপত্তি: সমুদ্রে তলিয়ে নিখোঁজ আইটি কর্মী 

Date:

Share post:

মন্দারমণি বেড়াতে এসে বড়সড় বিপদের মুখে পড়লেন এক যুবক। শনিবার বিকেলে সমুদ্রে নামার পর থেকেই নিখোঁজ তিনি। ঘটনার জেরে এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। রবিবার সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো হদিস মেলেনি ওই যুবকের।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সরোজ বসু (২৪)। পেশায় তিনি সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তি কর্মী। বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রবীন্দ্রপল্লীতে হলেও কাজের সূত্রে থাকতেন নিউটাউনের সাপুরজি এলাকায়। কয়েক বছর আগে ইঞ্জিনিয়ারিং পাশ করে যোগ দিয়েছিলেন ওই সংস্থায়। তাঁর বাবা বর্ধমান থানার একজন এসআই, মা স্বাস্থ্য দফতরের কর্মী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে তিন বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে মন্দারমণি পৌঁছান তাঁরা। বিকেলে রাস্তার ধারে গাড়ি রেখে দলটি সমুদ্রে নামে। সেই সময়ই হঠাৎ প্রবল স্রোতে তলিয়ে যান সরোজ। বন্ধুরা চিত্কার করে স্থানীয়দের সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে খবর যায় মন্দারমণি থানায়।

খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা সমুদ্রতটে তল্লাশি শুরু করেন। রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি চললেও নিখোঁজ যুবকের কোনো হদিস মেলেনি। মন্দারমণি থানার ওসি অর্কদীপ হালদার বলেন, “বন্ধুদের কাছ থেকে খবর পাওয়ার পরই আমরা উদ্ধারকাজ শুরু করি। এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি চালানো হচ্ছে।” ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। সমুদ্রের অনুকূল পরিস্থিতি না থাকায় উদ্ধার কাজে বাধা তৈরি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – কসবার হোটেলে যুবক খুনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ মূল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কোথায় শুভেন্দুর ‘জয়শ্রীরাম’ স্লোগান: মুর্শিদাবাদে স্লোগান বদলের মুখোশ খুলল তৃণমূল

রাতারাতি স্লোগানই বদলে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! জেলা বদল, স্লোগান বদল। রাজনৈতিক স্লোগান (slogan) এভাবে বদলে ফেলতে...

বিনিয়োগ-কর্মসংস্থানে জোর! অত্যাধুনিক শিল্পতালুক গড়ে উঠছে ধর্মায়

আরও একটি অত্যাধুনিক শিল্পপার্ক গড়ে উঠছে রাজ্যে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে প্রায় ৭ একর জমির উপর...

সোমবার সন্ধ্যায় ফল প্রকাশ নবম-দশমের শিক্ষক নিয়োগের

রাজ্য শিক্ষক নিয়োগে ফের জোরকদমে কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সোমবার সন্ধ্যেয় প্রকাশিত হতে চলেছে নবম-দশম...

ওডিআইতে গিলের পরিবর্তে নেতৃত্বে রাহুল, বিশ্রামে তারকা বোলার, ব্রাত্যই থাকলেন শামি

ঘোষিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজের দল। জল্পনা মতোই এই সিরিজে খেলতে পারবেন না শুভমান গিল।...