হাওড়া (Howrah) জেলার ডোমজুড় থানা (Domjur Police Station) এলাকার পিরডাঙা এলাকায় তিন মাসের শিশুকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শিশুর বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Banerjee) নাইট ডিউটি করেন। রাতে একরত্তি সন্তানকে নিয়ে যাতে একা থাকতে না হয়, তাই শিশুর মা ময়না বন্দ্যোপাধ্যায় (Moyna Banerjee) নিজের মাকে বাড়িতে এনে রেখেছিলেন। তবে রবিবার তিনি চলে যাওয়ায় শিশুর ঠাকুমা সারিথী বন্দ্যোপাধ্যায় (Sarithi Banerjee) সোমবার নাতির সঙ্গে ছিলেন। এরপর মঙ্গলবার সকালে ময়না ঘুম থেকে উঠে ছেলেকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার হয়। অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ (Domjur Police)।

তিন মাসের শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রাথমিকভাবে বাচ্চাটিকে খুঁজে না পেয়ে এলাকার মানুষের সন্দেহ যায় ঠাকুরমার দিকেই। পুকুর থেকে দেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর পুলিশের জেরার মুখে নাতিকে খুনের কথা স্বীকার করেছেন বৃদ্ধা। তবে কী কারণে তিনি ওইটুকু প্রাণকে শেষ করে দিলেন তা নিয়ে কিছু জানা যায়নি। ঠাকুমার নৃশংস কাজ দেখে ক্ষোভে ফুঁসছেন প্রতিবেশীরা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি এলাকাবাসীর।

–

–

–

–

–

–

–

–
–

