মন ভালো নেই স্মৃতি মান্ধানার( Smriti Mandhana )। কঠিন সময়ে বন্ধু পাশে দাঁড়াতে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিলেন জেমিমা রডরিগেজ(Jemimah Rodrigues )। ভারতীয় দলের তারকা ক্রিকেটার চলতি বছর বিগ ব্যাশে খেলছিলেন। স্মৃতির বিয়ে উপলক্ষে দিন দশেকের ছুটি নিয়ে দেশে ফিরছিলেন। কিন্তু সতীর্থের কঠিন পরিস্থিতিতে তিনি আর ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ায়। চলতি মরশুমে বিগ ব্যাশে খেলবেন না জেমিমা। বন্ধুত্ব একেই বলে।

বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে যে একাই শেষ করে দিয়েছিল। সেই জেমাইমার(Jemimah Rodrigues )না খেলার কারণ জানেন? না, কোনও চোট-আঘাত নয়। পারিবারিক কোনও কারণও নয়। মানসিক স্বাস্থ্যেরও ব্যাপারও নয়। তাহলে? বন্ধু স্মৃতি মান্ধানার পাশে দাঁড়াতে বিগ ব্যাশ লিগে এ মরশুমে খেলবেন না জেমিমা। ভাবা যায়!

জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি মান্ধানা( Smriti Mandhana )। বিয়ের দিনেই এলোমেলো হয়ে গিয়েছে তাঁর জীবন। দমবন্ধকর পরিস্থিতিতে স্মৃতির জীবনে খড়কুটো হয়ে ধরা দিলেন জেমাইমা। দেশের জার্সিতে এক টিমে খেলা ‘সতীর্থরা’ও এরকম ‘বন্ধু’ হতে পারে!

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেবিসি ১৭-র একটি বিশেষ পর্ব হওয়ার কথা ছিল। সেখানে হরমনপ্রীত, রিচা, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, কোচ অমোল মুজুমদারের সঙ্গে থাকার কথা ছিল সহ অধিনায়ক স্মৃতিরও। কিন্তু বিগত কয়েকদিনে স্মৃতির জীবনে ঝড় বয়ে গিয়েছে। বাবার অসুস্থতার জন্য বিয়ে আপাতত স্থগিত রেখেছেন স্মৃতি।

–

–

–

–


