ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক ই-ইনসাফ-এর। বুধবার পর্যন্ত রাওয়ালপিন্ডিতে জারি হল ১৪৪ ধারা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতে।
পুলিশ নির্দেশিকা দিয়ে জানিয়েছে
⦁ আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা যাবে না।
⦁ বল বিয়ারিংয়ের মতো কোনও জিনিসও সঙ্গে রাখা নিষেধ।
⦁ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনে না।
⦁ প্ররোচনামূলক ভাষণও দেওয়া যাবে না।Imran Khan supporters plan protests
⦁ লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পাকিস্তানি গোয়েন্দারা জানিয়েছেন, একাধিক গোষ্ঠী আইনশৃখলায় বিঘ্ন ঘটনোর চেষ্টা করছে। তারা রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হিংসাত্মক কাজ করতে পারে বলে আশঙ্কা।

ইমরান খানের(Imran Khan) দলের বক্তব্য, মার্চ মাসে ইসলামাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, সপ্তাহে দু’দিন জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে পারবেন তাঁর পরিবারের সদস্যেরা। সেই নির্দেশ মানা হচ্ছে না। আদালতও পদক্ষেপ করছে না। তাই ইসলামাবাদ হাই কোর্টের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আদিয়ালা জেল পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছে পিটিআই।

২০২৩ সালের আগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি পিটিআই প্রধান। সম্প্রতি সামাজিক মাধ্যমে রটে যায়, বন্দি অবস্থাতেই ইমরানকে খুন করা হয়েছে। এরপরেই পাকিস্তানে উত্তেজনা বাড়তে থাকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ায় সন্দেহ আরও বেড়েছে। এই অবস্থায় আদিয়ালা জেলের বাইরে ধরনায় বসেছেন কাপ্তানের তিন বোন। সঙ্গে রয়েছেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী সহ পিটিআই নেতৃত্ব। তাঁদের দাবি, অবিলম্বে পিটিআই প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে।

–

–

–


