কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগে বেনিয়ম এড়াতে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও ৩০১ জনের চাকরি প্রার্থীর নাম বাতিল করলো এসএসসি।
স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নিয়োগ পরীক্ষার ফলাফল আগেই প্রকাশিত হয়েছে। এবার ইন্টারভিউ পর্বের পালা। এর আগে ভুল তথ্য দিয়ে কমিশনকে বিভ্রান্ত করার অভিযোগে ১০৬ চাকরি প্রার্থীর নাম বাতিল করা হয়েছিল। এবারে সংখ্যাটা দাঁড়ালো আরো ৩০১। বাংলায় ৩৩ জন, ইংরেজিতে ৭৩ জন, বাণিজ্য বিভাগের ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪, কম্পিউটার সাইন্সে ৩৩ এবং ইতিহাসে ৮১ জনের নাম বাদ দিল এসএসসি। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ৪০৭ চাকরিপ্রার্থীর নাম বাতিল করা হলো।কমিশন সূত্রে খবর, ভেরিফিকেশন প্রক্রিয়ায় এই প্রার্থীদের হাতেনাতে ভরা গেছে বলে স্পষ্ট জানিয়েছে SSC।

–

–

–

–

–

–

–

–

