২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। আগেই ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছিলেন। এবার ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন। একই সঙ্গে যোগ্যপ্রার্থীদের বয়সজনিত ছাড় ও নতুন নিয়োগ অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশও দেন বিচারপতি সিনহা। ৮ ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্য-সহ প্রকাশ করতে হবে।
বুধবার বিচারপতি জানান, যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন তাঁরা ‘যোগ্য’ তালিকায় থাকলে তাঁরাও যেন বয়সজনিত ছাড় পান।

এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি-র (Group C and Group D) ৭২৯৩ জন দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। জানায় দাগিদের রোল নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। কমিশনের তরফে ৩৫১২ দাগিদের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
আরও খবর: দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

আদালতের নির্দেশ মেনে এ বছর ফের নতুন করে নিয়োগ পরীক্ষা চালু করেছে স্কুল সার্ভিস নির্বাচন। এবার ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ দিল হাই কোর্ট।

–

–

–

–

–

–

