স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবার থেকে পাবেন অতিরিক্ত ১০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ)। দীর্ঘদিন ধরে অর্থ দফতরের অনুমোদনের অপেক্ষায় ছিল এই সিদ্ধান্ত। অবশেষে অর্থ দফতরের সবুজ সঙ্কেত মেলায় জারি করা হয়েছে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি।
দফতর সূত্রে জানানো হয়েছে, রোপা–২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বকেয়াসহ এই বাড়তি ভাতা পাবেন। নতুন হারে ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে মোট মহার্ঘ ভাতা দাঁড়াল ১৬১ শতাংশে।

রাজ্যের শিক্ষক মহলে এই ঘোষণাকে স্বস্তিদায়ক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে চলা ক্ষোভ ও দাবি-সই আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত প্রশাসনের সদিচ্ছার প্রমাণ বলে জানিয়েছেন বহু শিক্ষক প্রতিনিধি। স্কুল শিক্ষা দফতরের মতে, আর্থিক ভারসাম্য ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষকদের প্রাপ্য ভাতা আর বিলম্বিত না হয়।

আরও পড়ুন – শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

_

_

_

_

_

_
_


