বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah District) বাঁকড়া মুন্সীডাঙ্গা এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন ভাঙাচোরা অবস্থাতেই পড়ে রয়েছে ATM-এর বোর্ড। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএমে আগুন জ্বলতে দেখে অবাক হয়ে যান তাঁরা। কীভাবে এই ঘটনা ঘটলো তা স্পষ্ট নয়। চুরি করেই কি আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা নাকি অন্য কোন কারণে অগ্নিকাণ্ড তা স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ ও দমকল। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে তবে চালু ATM এর শাটার নামালো কে, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি আবার এটিএম মেশিন আগুনে পুড়লেও টাকার বক্সে পুড়ে যাওয়ার চিহ্ন নেই। ভেতরে আগুন লাগলেও বাইরের বোর্ড ভাঙল কে, তা নিয়েও বাড়ছে রহস্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
–

–

–

–

–

–

–

–

–
–


