দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না। এদিন সকালে দিল্লিতে বাতিল হয়েছে ইন্ডিগোর অন্তত ৩০টি বিমান (Flight Cancellation)। একই অবস্থা হায়দরাবাদেরও। সেখানে মোট ৩৩টি বাতিল করেছে ইন্ডিগো। কলকাতা ও মুম্বই থেকেও একাধিক উড়ান বাতিল করা হয়েছে। যাত্রী ক্ষোভ বাড়তেই ‘অপারেশনাল সমস্যা’র (Operational Issues) দোহাই দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo airlines)। এরপরই উড়ান সংস্থাকে সমন পাঠিয়েছে ডিজিসিএ।
মঙ্গলবার থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখনও কুয়াশার কারণে প্লেন ছাড়তে দেরি হচ্ছে তো কখনও কর্মী সঙ্কটের জেরে পরিষেবা দিতে পারছে না ইন্ডিগো। তার উপর আবার নতুন ডিউটি সংক্রান্ত যে নিয়ম DGCA জারি করেছে তাতে আরও সমস্যা বেড়েছে এই এয়ারলাইন্সের। পাইলটদের সর্বাধিক ৮ ঘণ্টা ও সপ্তাহে ৩৫ ঘণ্টা ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। ফলে পাইলটের অভাবেই বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। দেশের বৃহত্তম বিমান সংস্থা তাদের অফিসিয়াল বিবৃতিতে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে লিখেছে, ‘বেশ কিছু অপারেশনাল এবং প্রযুক্তিগত সমসয়ার জন্য আমাদের পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই সমস্যা মেটাতে বহুস্তরীয় বন্দোবস্ত করা হচ্ছে।’

–

–

–

–

–

–

–

–


