সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)। গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল(East Bengal)। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদের। প্রথম মিনিট থেকেই রশিদ, সিবলিরা আক্রমণের চাপ বজায় রাখতে শুরু করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
১২ মিনিটেই এল প্রথম গোল। বক্সের ঠিক বাইরে থেকে অনবদ্য শটে বল জালে জড়িয়ে দেন রশিদ। পঞ্জাবের গোলরক্ষক এই গোলের দায় এড়াতে পারেন না। যদিও ইস্টবেঙ্গল(East Bengal) এই অগ্রগমণ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৩৩ মিনিটে পেনাল্টি পায় পঞ্জাব এফসি। পেনাল্টি বক্সের ভিতরে বিপিন সিংয়ের হাতে বল লাগে। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পঞ্জাবের ড্যানিয়েল রামিরেজ।


বিরতির আগে ফের লিড নেয় ইস্টবেঙ্গল। মিগুয়েল ফেরেরার ফ্রিকিক থেকে কর্নার পায় ইস্টবেঙ্গল। কর্ণার থেকে হেডে বল জালে জড়ান সিবলি। ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

৭১ মিনিটে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। মিগুয়েল ছোট পাস বাড়িয়েছিলেন সাউলকে। স্পেনীয় ফুটবলার দূরপাল্লার শটে গোলের লক্ষ্যভেদ করেন। ম্যাচের শেষ ভাগে আক্রমণের ঝাঁজ বাড়ালেও আর গোল করতে পারেনি লাল হলুদ।


ফাইনালে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবে না অস্কার ব্রুজো। গোলের পর অতিরিক্ত উল্লাস দেখালেন রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে ফাইনালের আগে কিছুটা চাপে লাল হলুদ। ট্রফি আর ইস্টবেঙ্গলের মধ্যে ব্যবধান এক ম্যাচ।

–

–

–

–



