মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi)। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফর, কিন্তু তাতেই থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। মেসিকে(Leo Messi) সবুজ মেরুন জার্সি উপহার দিচ্ছে মোহনবাগান ক্লাব। তবে আর্জেন্টাইন মহাতারকাকে উপহার দেওয়ার জন্য ১৯১১’র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি।
শনিবার যুবভারতীতে হবে গোট কনসার্ট। একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মেসি অলস্টার এবং ডায়মন্ডহারবার অলস্টার। সেই ম্যাচের আগেই ওই জার্সি মেসির হাতে তুলে দেওয়া হবে। ওই জার্সি ফুটবলের বরপুত্রকে উপহার দেবেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত।

শুক্রবার গভীর রাতে কলকাতায় নামবেন মেসি(Leo Messi), সকালে হোটেলেই থাকছে স্পনসরদের অনুষ্ঠান। লেক টাউন মোড়ের কাছে তাঁর নিজের সত্তর ফুটের মূর্তি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করতে পারেন।

এদিকে মেসির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২৬ সালের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। ২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। ইতিমধ্যে অবসরের পরিকল্পনাও করে ফেলেছেন। সেই তথ্য ফাঁস করেছেন ডেভিড বেকহ্যাম। ইন্টাক মায়ামি চাইছে অবসরের পর মেসি মায়ামিতেই থাকুক। কিন্তু মেসি চাইছেন বার্সেলোনাতেই ফিরে যেত।

–

–

–

–

–



