Thursday, December 18, 2025

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

Date:

Share post:

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে ফের গোটাতে মিতিন মাসির (Mitin Mashi) যে মুনশিয়ানা আগের দুটি ছবিতে দেখা গিয়েছে সেই টান টান উত্তেজনা নিয়েই বড়দিনের ছুটিতে (Christmas holidays) আসছে ‘মিতিন – একটি খুনির সন্ধানে’। তারই ট্রেলার (trailer) মঙ্গলবার লঞ্চ হয়ে গেল হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে। সেই সঙ্গে হল সঙ্গীত প্রকাশ (music launch) অনুষ্ঠানও।

মঙ্গলবার ট্রেলার লঞ্চ ও মিউজিক রিলিজ অনুষ্ঠানে ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রী এবং সৃজনশীল দলের সদস্যরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick), কনীণিকা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রোশনি ভট্টাচার্য, সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী, সঙ্গীতশিল্পী চন্দনা চক্রবর্তী, আরমান খান, অরুণিতা কাঞ্জিলাল এবং পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)।

সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) সমসাময়িক কাহিনী অবলম্বনে এবারের সুরিন্দর ফিল্মস-এর (Surinder Films) পরিবেশনা মিতিনের এক জটিল রহস্য উন্মোচন। যেখানে গোয়েন্দা পারদর্শিতার পাশাপাশি মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়েও যেতে হচ্ছে তাঁকে। কাহিনীর সামান্য উল্লেখ করে জানানো হয়, একজনের স্বামীর আচমকা অন্তর্ধানের তদন্তে নামে মিতিন। সেই রহস্য উন্মোচনে বেরিয়ে পড়ে এক অন্ধকার জগৎ। ঘটনা যেমন যেমন এগোয়, তেমনই চরিত্রগুলিও নিজেদের প্রকাশ করতে থাকে।

ট্রেলার লঞ্চেক সন্ধ্যায় বেশ কিছু স্মরণীয় সঙ্গীত পরিবেশনও হয় – জিৎ গাঙ্গুলী (Jeet Ganguly) এবং চন্দনা চক্রবর্তীর কণ্ঠে “দিনে দিনে”, জিৎ গাঙ্গুলী এবং অরুণিতা কাঞ্জিলালের কণ্ঠে “ঠাহের যাও”, এবং জিৎ গাঙ্গুলীর সাথে আরমান খান ও অরুণিতা কাঞ্জিলালের পরিবেশনায় “সাইয়াঁ”। প্রতিটি পরিবেশনাই উষ্ণ প্রশংসা লাভ করে এবং ছবির সঙ্গীতের আবেগঘন আবেদন সম্পর্কে একটি ধারণা দেয়।

প্রয়াত সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্যকর্মের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি, যার গল্প বলার ধারা সমসাময়িক বাংলা আখ্যানকে প্রভাবিত করে চলেছে, তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর থেকে অনুপ্রেরণা নিয়েছে, যা মিতিনের সর্বশেষ তদন্তে এক বাড়তি গভীরতা এনে দিয়েছে। ছবির গল্প একটি সুবিন্যস্ত রহস্যের ইঙ্গিত দেয়, যেখানে একজন স্বামীর রহস্যজনক অন্তর্ধান মিতিনকে এমন একটি মামলার গভীরে নিয়ে যায়।

‘মিতিন – একটি খুনির সন্ধানে’ ছবিটির মাধ্যমে আমরা আরও আত্মদর্শী এবং জটিল একটি তদন্তকে তুলে ধরার চেষ্টা করেছি। এই গল্পটি মিতিনকে পেশাগত এবং আবেগগত—উভয় স্তরেই চ্যালেঞ্জ করে। গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়, যা রহস্য এবং এর চরিত্রগুলোকে অপ্রত্যাশিতভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেয়, বলেছেন ছবিটির পরিচালক অরিন্দম শীল।

আরও পড়ুন : আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

তীক্ষ্ণবুদ্ধি ও দৃঢ়প্রতিজ্ঞ মিতিনের ভূমিকায় আবারও অভিনয় করে কোয়েল মল্লিক তাঁর শান্ত অথচ তীব্র অভিনয় দিয়ে ছবিটি ধরে রেখেছেন। আর তাকেই সমর্থন জুগিয়েছে জিৎ গাঙ্গুলীর তৈরি একটি সূক্ষ্ম সঙ্গীতায়োজন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল, আর চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অনুপ সিং, যিনি ছবিটির মেজাজ, ভিজ্যুয়াল প্যালেট এবং সাসপেন্স-নির্ভর আখ্যানকে আরও উন্নত করেছেন। ২৫শে ডিসেম্বর (Christmas), ২০২৫-এ রাজ্যের বড় প্রেক্ষাগৃহ এবং মাল্টিপ্লেক্সগুলিতে মুক্তি পাবে এই ছবি।

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...