দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে অন্যান্য বছরের থেকে এ বছর দুদিন আগেই ক্রিসমাস ফেস্টিভ্যালের ( Kolkata Christmas Festival) উদ্বোধন হতে চলেছে কলকাতায়। এদিন দুপুরে সরকারের উদ্যোগে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ (business and industry conclave) আয়োজিত হবে। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছেন একঝাঁক দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিদেরও। এরপরই বিকেলে অ্যালেন পার্কে (Alen Park) ক্রিসমাস সূচনা করবেন মমতা। পার্কস্ট্রিট ক্রসিং থেকে ক্যামাক স্ট্রিটের বরদান মার্কেট (Vardan Market) পর্যন্ত রাস্তা সেজে উঠেছে আলোর মালায়।
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ অ্যালেন পার্ক থেকেই বড়দিন উৎসবে সূচনা করার পাশাপাশি রিমোটের মাধ্যমে বউ ব্যারাক এবং অন্যান্য জেলার চার্চের আলোর উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের পুনঃনির্মিত চার্চের সংরক্ষিত রূপও এদিন উন্মোচিত হবে সবার সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বড়দিন উৎসবের উদ্বোধন উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন। মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক (আর্চ বিশপ অফ কলকাতা), মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং (মডারেটর, চার্জ অফ ইন্ডিয়া অ্যান্ড আর্চ বিশপ অফ কলকাতা)। গান, নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হবে এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল। বুধবার রাতে আলো জ্বালিয়ে পরীক্ষা করে নেওয়া হয়েছে। অ্যালেন পার্কের পাশাপাশি পুরো পার্ক স্ট্রিট চত্বর জুড়ে থাকছে খাবারের একাধিক স্টল। এ বছর টানা ১৪ দিন ধরে চলবে অনুষ্ঠান। নতুন বছরের প্রথম রবিবার শেষ হবে ক্রিসমাস ফেস্টিভ্যাল। ২৪ তারিখ সন্ধ্যায় এবং ২৫ তারিখ সারাদিন অ্যালেন পার্ক বন্ধ থাকবে বলে জানা গেছে। যুবভারতীর ঘটনার কথা মাথায় রেখে বড়দিনের উৎসবকে ঘিরে এবার শহর জুড়ে পরিকল্পিত প্রস্তুতির ছবি স্পষ্ট।
–

–

–

–

–

–

–

–



