বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে হল লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) দলকে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) সেকেন্ড ক্যাম্পাসে প্র্যাকটিস পিচ ভেজা থাকার জন্য শুক্রবার অনুশীলন করা গেল না। হতাশ টিম মেম্বাররা। শনিবার অবশ্য কিছুটা নেট প্র্যাকটিস করা গেছে বলে খবর মিলেছে।
টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ২৪ ডিসেম্বর। বৃহস্পতিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) তরফে অনুশীলনের বিষয়ে সল্টলেক মাঠে দায়িত্বপ্রাপ্তদের জানানো হয়। কিন্তু ততক্ষণে পিচে জল দেওয়া শুরু হয়ে গেছিল। শীতের সময় হওয়ায় একদিনে পিচ শুকোয়নি। তাই ব্যাটিং বা বোলিং কোনও অনুশীলনই করা সম্ভব হয়নি। ফিল্ডিং প্রাক্টিস ও ফিজিকাল ড্রিল করেই থেমে যেতে হয় বাংলার প্লেয়ারদের। শনিবার অবশ্য খানিকক্ষণ অনুশীলন করেন তাঁরা। রবিবার রাজকোটের উদ্দেশে রওনা দেবে দল।

–

–

–

–

–

–

–

–


