Sunday, December 21, 2025

তারকা সমৃদ্ধ কলকাতা ম্যারাথনে নয়া রেকর্ড গুলভীরের, চ্যাম্পিয়ন জোশুয়া

Date:

Share post:

শীতের কুয়াশা মাখা ভোরে জমজমাট কলকাতা ম্যারাথন(Kolkata 25K)।   টাটা  স্টিল ২৫কে উপলক্ষ্যে দৌড়াল কলকাতা, টানটান প্রতিযোগিতার সঙ্গে আনন্দ রান, প্রতিযোগিতার দশম সংস্করণে কলকাতা সাক্ষী থাকল এক রঙিন ইভেন্টের।

অলিম্পিক্স চ্যাম্পিয়ন অ্যাথলিট থেকে সাধারণ মানুষ কলকাতা  ম্যারাথনে (Kolkata Marathon)রাজপথে দৌড়ালেন কয়েক হাজার মানুষ। ভোর ৫.৪৫ মিনিটে ম্যারাথনের ফ্ল্যাগ অফ হল। উপস্থিত ছিলেন মার্কিন অ্যাথলিট কেনি বেনডারেক, বাইচুং ভুটিয়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সিপি মনোজ ভর্মা, সুজিত বসু, দেবাশিস কুমার  সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমে ২৫কে সূচনা হল, এরপর ধাপে ধাপে ১০কে, ৫কে, আনন্দ রান।শহরের রাজপথে ঝড়় তুললেন দেশি বিদেশি অ্যাথলিটরা।

পুরুষদের আন্তর্জাতিক এলিট বিভাগে উগান্ডার জোশুয়া চেপটেগেই( Joshua Cheptegei) চ্যাম্পিয়ন হলেন।  ১:১১:৪৯ সময় নিয়ে তিনি কলকাতায় নিজের প্রথম ২৫ কিলোমিটারের (Kolkata 25K) খেতাব জয় করেন। চ্যাম্পিয়ন হয়ে উগান্ডার অ্যাথলিট বলেন, “রেকর্ডের চেয়ে জয়টাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কলকাতায় ফিরে এসে জেতাটা আমার জন্য বিশেষ। বেঙ্গালুরুতে জিতেছি। এখানেও বিশ্বমানের অ্যাথলিটরা ছিল। এই জয় আমাকে আগামী ম্যারাথনের প্রস্তুতিতে আত্মবিশ্বাস জোগাবে।”

ভারতীয় বি্ভাগে রেকর্ড সৃষ্টি করে  দিনের আসল নায়ক হয়ে উঠলেন ভারতের গুলভীর সিং। তিনি সময় নিলেন ১.১২.০৬।  মহিলাদের আন্তর্জাতিক এলিট বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদেকে হারিয়ে দেন ইথিওপিয়ার ডেগিটু আজিমেরাও। তিনি রেস শেষ করলেন ১.১৯.৩৬।

ভারতীয় মহিলা বিভাগে ১.২৬.০৪ মিনিটে শেষ করে নয়া রেকর্ডসৃষ্টি করলেন। বাইচুং বলেন, “আমি অত্যন্ত সম্মানিত এই ম্যারাথনে অংশ নিতে পেরে। এটা শুধু কলকাতা নয় পূর্ব ভারতের জন্য বড় ইভেন্ট। দারুন একটা পরিবেশে হচ্ছে। সারা ভারত ও বিশ্ব থেকে অ্যাথলিটরা এসেছেন তারা কলকাতায় আইকনিক জায়গায় দৌড়াছেন।”

spot_img

Related articles

পরিকাঠামোহীন কয়লা খনি: দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু ২ শ্রমিকের

ঝাড়খণ্ডে(Jharkhand) আবারও শ্রমিক মৃত্যুর ঘটনা। শনিবার হাজারিবাগে প্রায় রাত ১১ টা নাগাদ সেন্ট্রাল কোল্ডফিল্ড(Coal Fiedl) লিমিটেডের কমান্ড এলাকায়...

মেসি কাণ্ড থেকে শিক্ষা নেওয়ার বার্তা, ইস্টবেঙ্গলকে অভিনন্দন বাইচুংয়ের

এক সপ্তাহ অতিক্রান্ত কলকাতার মেসি ইভেন্ট হয়েছে। কিন্ত তার রেশ এখনও চলছে। যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে নানা মুণির নানা...

মোদির মিথ্যে কথার জন্য আবহাওয়ার বিশ্বাসঘাতকতা! শনিবারের সভা নিয়ে খোঁচা কল্যাণের

এসআইআর প্রক্রিয়া চলাকালীন মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদি মতুয়াদের জন্য কী বার্তা দেন, তা শোনার জন্য অধীর...

ব্যর্থ ইউনূস সরকার: সরব আক্রান্ত সংবাদ ও সাংস্কৃতিক সংস্থা

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে (Bangladesh Violence) যে হিংসার ঘটনা ছড়িয়ে পড়েছে, তা ক্রমেই বাংলাদেশকে আরও অগ্নিগর্ভ...