রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি বা গুজব ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, গতকাল সকালে মন্দির কমিটির সদস্যরা দেখতে পান যে প্রতিমার একটি অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খবরটি চাউর হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও মন্দির কমিটি আলোচনার মাধ্যমে তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত মূর্তিটি সরিয়ে নতুন প্রতিমা স্থাপনের ব্যবস্থা করে। প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যেই মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে ধর্মীয় রীতি মেনেই পূজা চলছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে শুরু হয়েছে তল্লাশি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনো দুষ্কৃতী বা অসামাজিক কাজ কর্মে যুক্ত ব্যক্তিরাই এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
এদিকে ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিছু মহলের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য ও উস্কানিমূলক বার্তা ছড়ানোর চেষ্টা চলছে বলে প্রশাসনের নজরে এসেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যারা ভুল তথ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাইবার সেলের মাধ্যমে সমাজমাধ্যমের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে, কোনো ধরণের উড়ো খবর বা গুজবে কান দেবেন না। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। বর্তমানে জয়নগরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন- ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন
_
_

_

_

_

_



