চার্চে চলছে ধর্মান্তকরণ। এই খবর ছড়িয়ে পড়তেই চার্চে চড়াও বজরং দলের কর্মীরা। নেতৃত্বে মধ্যপ্রদেশের জবলপুরের (Jabalpur) জেলা সহ-সভাপতি অঞ্জু ভার্গব (Anju Bhargav)। তাদের হাতে রেহাই পেলেন না অন্ধ (blind) মহিলাও। অন্ধ মহিলাকে ধর্মান্তকরণের (religious conversion) মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপি নেত্রীর (BJP leader) মারের ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুরের গোরখপুরের অন্তর্গত একটি চার্চে বড়দিনের উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় বহু মানুষ জমায়েত করেন। তাঁদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের (Christian) বাইরের অন্য সম্প্রদায়ের মানুষও ছিলেন। এরপরই খবর ছড়িয়ে পড়ে চার্চে ধর্মান্তকরণ করা হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়তেই চার্চ (church) ঘিরে ধরে একাধিক ধর্মীয় সম্প্রদায় ও বজরং দলের (Bajrang Dal) লোকেরা। চার্চের ভিতর ঢুকে রীতিমতো হামলা চালায় তারা। স্থানীয় মানুষের স্বাধীন চিন্তায় বিজেপির দখলদারির বিরোধিতা করেন এক অন্ধ মহিলা। আর তখনই তাঁর উপর চড়াও হয় বিজেপি নেত্রী অঞ্জু ভার্গব।

আরও পড়ুন : ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছায় চার্চে (church) আসা স্থানীয় মানুষ বিজেপির হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন। অন্ধ মহিলা অঞ্জু ভার্গবকে ধর্মীয় প্রতিষ্ঠানে এসে শান্ত থাকার কথা বলেন বারবার। তখনই ওই হিন্দু মহিলার উপর চড়াও হয় অঞ্জু। ঘটনায় সরব হয়েছে বিরোধীদলগুলি। কংগ্রেসের তরফ থেকে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস বলে বর্ণনা করা হয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেনি বিজেপিও।

–

–

–

–

–


