টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান। তারই মধ্যে নয়া অবতারে ধরা দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ক্রিকেট মাঠের পর এবার নেটফ্লিক্স(Netflix ) কাঁপাতে হাজির রোহিত শর্মা( Rohit Sharma)! জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন উপলক্ষে একটি প্রোমো ভিডিওতে দেখা গেল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। রোহিতের ভিডিও প্রকাশ্যে আসার পর জোর জল্পনা শুরু হয়েছে এবার কি বলিউডে পা রাখবেন হিটম্যান!

ফর্মে থাকলে ব্যাট হাতে প্রতিপক্ষ দলের ত্রাস, পাশাপাশি হিটম্যান যে অভিনয় দক্ষতাতেও সমান সাবলীল সেটাও প্রমাণ করেছেন। অনেকে তো মজা করে বলছেন, ২০২৭ বিশ্বকাপের পর রোহিতকে হয়তো বড় পর্দায় হিরো হিসেবেই দেখা যাবে!

ভিডিওর শুরুটা হয় বেশ মজার। ভিডিওতে রোহিতকে দেখা গিয়েছে সাজঘরের কোচ হিসাবে। সাজঘরে শ্রেয়াস আইয়ারদের সেই বিখ্যাত নাচ ‘কই সেহরি বাবু’র তালে নাচছেন ক্রিকেটাররা। হঠাৎ ঘরে ঢুকে সেই চেনা মেজাজে ধমক দেন রোহিত।

রহস্য আর কমেডির মিশেলে রোহিত খেলোয়াড়দের সতর্ক করেন যে সামনেই বড় ‘ফাইনাল’, কারণ এবারের প্রতিপক্ষ কোনো বোলার নয়, বরং সিরিজের ভয়ঙ্কর ভিলেন ‘ভেকনা’।

–

–

–

–

–


