চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ পদক্ষেপ নিয়েছে বলে দাবি বাংলাদেশ (Bangladesh) পুলিশের। তবে গ্রেফতার করা হয়েছে নিহতেরই সঙ্গীকে।

বাংলাদেশের ফরিদপুর (Faridpur) এলাকায় রাজবাড়িতে বুধবার রাতে এই গণপিটুনির (mass beatup) ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের দাবি, এলাকায় চাঁদাবাজির অপরাধে জড়িত ছিলেন স্থানীয় যুবক অমৃত মণ্ডল ওরফে সম্রাট। তার জেরেই বুধবার একটি বাড়িতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় মানুষ তাকে ধরে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেখানেই একাংশের বাংলাদেশের বাসিন্দার প্রশ্ন, অপরাধীকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি (mass beatup) কেন দেওয়া হল। যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন পুলিশ কেন কোনও পদক্ষেপ নিতে পারেনি।
আরও পড়ুন :চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

বুধবারের ঘটনায় বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় সম্রাটের এক সঙ্গীকে। এরপর প্রশ্ন উঠেছে, গণপিটুনিতে অভিযুক্তদের না ধরে নিহতের সঙ্গীকে কেন গ্রেফতার। তবে কী গোটা ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলছে মহম্মদ ইউনূসের বাংলাদেশে?

–

–

–

–

–


