জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly Warriars)মুখোমুখি হয়েছিল নর্থ ২৪ পরগনা এফসি। এই ম্যাচে জয় পেল হাওড়া হুগলি। ব্যারেটোর দল ৩-২ গোলে হারাল উত্তর ২৪ পরগণাকে। জয়ী দলের হয়ে গোল করেন সাহিল হরিজন, উইলিয়াম এবং পাওলো সিজার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা হয়ে গোল করেন কুইনটানা এবং অঙ্কন ভট্টাচার্য।

এই ম্যাচে জয় পেয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে আছে হাওড়া হুগলি। এখনও পর্যন্ত লিগেই ভালো খেলছে ব্যারেটোর দল। তারা একটি ম্যাচে মাত্র হেরেছে। তবে হারের পরেই ফের জয়ের ছন্দে ফিরেছে তারা। শুক্রবার বর্ধমান প্লাস্টার মুখোমুখি হবে রয়্যাল সিটি এফসি-র বিরুদ্ধে।

–
–

–

–

–

–

–


