কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে খবরে শিরোনামে রয়েছেন দেশের অন্যতম বিখ্যাত গায়ক কুমার শানু (Kumar Sanu)। তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য (Rita Bhattacharya) গায়কের পরকীয়ার অভিযোগ আনার পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় রীতার নিজের কষ্টের দিনগুলোর কথাও সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। এরপরই তার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা করেছেন শানু। এবার পাল্টা জবাব দিলেন রীতা। টেনে আনলেন বিচ্ছেদের সময় গায়কের যৎসামান্য টাকা খোরপোশ দেওয়ার প্রসঙ্গও।

বিতর্কের সূত্রপাত কুনিকা সদানন্দের একটি মন্তব্য ঘিরে। বিগবসের ঘরে গিয়ে নিজের সঙ্গে শানুর বিশেষ সম্পর্কের কথা জানিয়েছিলেন কুনিকা। এরপরই মুখ খোলেন গায়কের প্রাক্তন স্ত্রী রীতা। অন্তঃসত্ত্বা অবস্থায় ঠিক কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছিল সে প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান তার প্রেগনেন্সির সময় একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তুলেছিলেন গায়ক। পাশাপাশি গার্হস্থ্য হিংসার অভিযোগও করেন। এরপরই শানু আদালতে মামলা করেন। সঙ্গীতশিল্পীর অভিযোগ, তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য ইচ্ছে করেই তাঁর ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই ধরনের মন্তব্য করেছেন। এর জবাবে এক সাক্ষাৎকারে রীতা বলেন, ‘ আমি এত বছর পরে কেন ওঁর সম্মান নষ্ট করার চেষ্টা করব? যদিও ওঁর সম্মান নষ্ট করার ইচ্ছা থাকত, তা হলে বহু আগেই করতে পারতাম। এখন কেন করব? আর শানু কি ভাবছে যে আমার কাছে ৫০ কোটি টাকা আছে? ও নিজে আমাকে যৎসামান্য খোরপোশ দিয়েছিল। তার বিনিময়ে এই পরিমাণ টাকা আমি দেব কোথা থেকে?’’ সোশ্যাল মিডিয়া জুড়ে শানু- রীতাকে নিয়ে চর্চা বেড়েই চলেছে। এবার গায়ক কোনও প্রত্যুত্তর দেন কিনা সেটাই দেখার।

–
–

–

–

–

–

–

–


