Friday, December 26, 2025

গ্রামে ফিরল জুয়েলের দেহ, পাশে থাকার বার্তা তৃণমূলের

Date:

Share post:

বিজেপি শাসিত ওড়িশায় (BJP ruled state Odisha) দুষ্কৃতীদের হাতে নিহত জুয়েল রানার দেহ ফিরতেই শোকের আবহ সুতি জুড়ে। হাজার হাজার মানুষ জমায়েত হন শেষ শ্রদ্ধা জানাতে। আততায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে শোকসভা জুড়ে। গত বুধবার বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে ওড়িশায় পিটিয়ে খুন করা হয়। বিজেপি শাসনে বাংলা ভাষাভাষী মানুষের জীবন যে কতখানি নিরাপত্তাহীন, জুয়েল রানার হত্যা তার জ্বলন্ত প্রমাণ।

শুক্রবার বেলা দশটা নাগাদ ওড়িশা থেকে জুয়েলের গ্রাম সুতিতে আনা হয়েছে জুয়েলের মরদেহ। ইতিমধ্যেই পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জুয়েলকে খুনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ওড়িশার পুলিশ। আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসা-মৌলবাদী হামলার ঘটনা তীব্র নিন্দা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

জুয়েলের মা নাজেমা বিবি বলেন, “২০ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল জুয়েল, আকির ও পলাশ। গুন্ডারা একেবারে মাথায় মেরে দিল। হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। রুজিরুটির সন্ধানে গিয়েছিল। কে জানত, সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা! আহত হয়ে হাসপাতালে ভর্তি ওঁর দুই সঙ্গী আকির শেখ ও পলাশ শেখ।”

ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম X হ্যান্ডেলে লেখেন, বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হল বিজেপি শাসিত রাজ্যে। সম্বলপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা। আহত আরও ২ জন। এক অভিযোগের জবাবে সামিরুল জানিয়েছেন, ভারতের আর কোনও রাজ্য পাবেন না যেখানে এরকম পরিযায়ী বোর্ড গঠন করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গঠন করা হয়েছে। যবে থেকে পরিযায়ী শ্রমিক বোর্ড তৈরি হয়েছে, আমরা সবসময় যে কোনো অত্যাচারিত অসহায় শ্রমিকের পাশে আছি। তৃণমূল বিধায়ক ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ওড়িশাতে আবার মুর্শিদাবাদ থেকে তিনজন পরিযায়ী শ্রমিক, তাঁদের ওপর আক্রমণ হয়েছে।

spot_img

Related articles

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...

বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে! শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশকে ইস্যু করে ধর্মীয় বিভাজনে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই যে কোনওভাবে বাংলাদেশের...