Friday, December 26, 2025

ভারত-বিরোধী স্লোগান: রাজ্যের একাধিক জায়গায় হোটেলে ‘ব্যান’ বাংলাদেশিরা

Date:

Share post:

ক্রমাগত ভারত-বিরোধী স্লোগানে উত্তপ্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ। হিংসার হাড়হিম করা ছবি প্রায় প্রতিদিন উঠে আসছে। এই পরিস্থিতিতে যাতে প্রতিবেশী দেশের অশান্তির আঁচ কোনওভাবেই বাংলার সীমান্ত লাগোয়া এলাকায় না পড়ে, তার জন্য শিলিগুড়ি (Siliguri) ও মালদহ (Maldah) এলাকায় হোটেলে বাংলাদেশিদের (Bangladeshi) থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিল হোটেল মালিক সংগঠনগুলি।

একদিকে উত্তরপূর্ব ভারতের সেভেন সিস্টার্স ও বাংলার চিকেন নেক ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক থেকে ধর্মীয় নেতারা। আক্রান্ত হয়েছে ভারতের ডেপুটি হাই কমিশনার দফতরও। তা নিয়ে কোনও পদক্ষেপ পর্যন্ত নেয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (Bangladesh Interim Government)। আবার ভারতে তার প্রতিবাদ হলে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে কোনওভাবে কোনও হিংসার প্রভাব যাতে ভারতে তথা বাংলায় না পড়ে, তার জন্য আগাম সতর্কতা হোটেল মালিক সংগঠনগুলির।

বাংলাদেশে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পরে শিলিগুড়ি, মালদহের হোটেলগুলিতে বাংলাদেশের নাগরিকদের জন্য প্রবেশে লাগাম টানা হয়েছিল নিরাপত্তার কথা মাথায় রেখে। শুধুমাত্র পড়ুয়া ও চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের জন্য খোলা ছিল দরজা। এবার সেই দরজাও বন্ধ করল এই দুই এলাকার হোটেল মালিকরা।

হোটেল মালিকদের মূলত দুটি বক্তব্য। প্রথমত, বাংলাদেশে উগ্র মৌলবাদীদের প্রভাবে পরিস্থিতি অশান্ত। সেই পরিস্থিতিতে দেশ ও রাজ্যের নিরাপত্তা বিধান করা তাঁদেরও দায়িত্ব। সেই দিকে নজর রেখে স্টুডেন্ট ভিসা বা মেডিক্যাল ভিসায় ভারতে আসা ব্যক্তিরা ভারতে কোনও অশান্তির পরিবেশ যাতে তৈরি না করতে পারে বা তাঁদেরও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সকলের জন্যই হচ্ছে দরজা বন্ধ।

আরও পড়ুন : সাম্প্রদায়িক হিংসা-মৌলবাদী হামলার ঘটনা তীব্র নিন্দা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

দ্বিতীয়ত, ভারতের ভিসা কেন্দ্রগুলি (visa centre) অনেক ক্ষেত্রে বন্ধ বা আংশিক কাজ করছে। সেই কারণেই নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এমনিতেই বিএসএফ ও কেন্দ্রীয় সংস্থাগুলি নিরাপত্তা সংক্রান্ত তদারকি ও তল্লাশি বাড়িয়েছে। এর মধ্যে প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জন শুধুমাত্র মেডিক্যাল ট্রানজিটে বাংলায় আসেন। কিন্তু তাঁদের নিয়েও কোনও ঝুঁকি নিতে চান না হোটেল মালিকরা।

spot_img

Related articles

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...

লগ্নজিতার পরে এবার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী!

লগ্নজিতার হেনস্থার রেশ কাটতে না কাটতেই ফের হেনস্থার শিকার মধুবন্তী। সোশ্যাল মিডিয়ায় তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন জনপ্রিয় গায়িকা মধুবন্তী...

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...