ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে বিজেপির সংসারে অশান্তি লাগাতে পারে, তা দেখালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হকারদের উপর হামলা চালানো যে হুলিগানদের পাশে বসে বরণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), তাদের বিজেপি সদস্য বলেই অস্বীকার করলেন অভিজিৎ।

কার্যত হালে পানি পাবেন না বুঝতে পেরেই হয়তো এবার চিকেন প্যাটিস (chicken patties) কাণ্ডে বিজেপির উল্টো সুর অভিজিতের গলায়। তিনি দাবি করলেন, হকারদের অনেকে মিলে সরে যেতে বললেই তারা মাঠ ছেড়ে চলে যেত। তাদের মারধর করে, জিনিসপত্র নষ্ট করে, তাদের রুটি রুজিতে আঘাত করে যে কাণ্ড ঘটানো হয়েছে তা কখনোই সমর্থন করা যায় না।

তবে আসল দলবিরোধী তীরটা তিনি মারলেন হামলাকারী হুলিগানদের নিয়ে বলতে গিয়ে। তিনি সরাসরি বলে বসলেন, যারা হামলা চালিয়েছিল তারা কারা? আমি খোঁজ নিয়ে দেখেছি তারা কেউ বিজেপির (BJP) সদস্য নয়। এরা সবাই হিন্দু সেজে এসেছিল।
সেখানেই ফের একবার প্রশ্ন উঠে গেল, তবে শুভেন্দু কাদের বরণ করেছিলেন? নাকি এটা নিতান্তই অভিজিতের শুভেন্দু বিরোধিতা? কারণ এবার শুভেন্দুর উল্টো পথে গিয়ে দিলীপ ঘোষকেও (Dilip Ghosh) সমর্থন জানালেন বিজেপি সাংসদ অভিজিৎ।

আরও পড়ুন : সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

দিলীপ ঘোষের প্রতি আস্থা প্রকাশ করে অভিজিতের দাবি, দিলীপ ঘোষকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। ভালো মানুষ। তাঁর সময়েই ১৮ জন সাংসদ পেয়েছিলাম। এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষের মধ্যে সেই আগুন আছে। বিয়ে করাটা কোন অপরাধ নয়।

–

–

–

–


