শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত হতে হবে। কী কী নথি নিয়ে যেতে যবে এই হেয়ারিংয়ে?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

হেয়ারিংয়ে যাদের ডাকা হবে তাদের ছবি তোলা্ হবে এবং সই সংগ্রহ করা হবে, তার সেটা কমিশনের পোর্টালে আপলোড করা হবে, সেই সঙ্গে ভোটারদের নথিও আপলোড করা হবে এবং সে়টা মিলিয়ে দেখা হবে। তা পৌছাবে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, তারা কয়েকদিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন।

প্রত্যেকটি বিধানসভার ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসাররা ভোটারদের থেকে পাওয়া ডকুমেন্ট অনলাইনে আপলোড করে দেবেন। অনলাইনে আপলোড করার পর সেটি বৈধ না অবৈধ সার্টিফাই করতে হবে জেলাশাসকদের। জেলাশাসকদের সার্টিফাই করার পর জেলার নির্বাচন আধিকারিকরা রিপোর্ট দেবেন নির্বাচন কমিশনের কাছে।
শুনানি কেন্দ্রের মধ্যে বিলিও, ইআরওরাই উপস্থিত থাকবেন. রাজনৈতিক দলের বিএলএ-রা ভিতরে থাকতে পারবেন না, বাইরে থাকতে পারবেন।

চলতি বছরের নভেম্বর মাসের ৪ তারিখ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর(SIR)-এর কাজ। ডেডলাইনের পরও বেড়েছিল সংশোধন-কাজের সময়সীমা। আর এবার শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর-এর প্রথম পর্বের হেয়ারিংয়ের কাজ।

এসআইআর-এর কাজের হেয়ারিংয়ে শনিবার ডাকা হবে সেই সমস্ত ভোটারদের। যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, শনিবার রাজ্যজুড়ে মোট ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৪ জন শুনানির প্রথম পর্বে ডাক পেয়েছেন।



