Monday, December 29, 2025

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

Date:

Share post:

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করলেন শিলিগুড়িতে (Siliguri) মহাকাল মন্দিরের শিলান্যাসের দিন। নিউ টাউন বাসস্ট্যান্ডের উল্টোদিকে ১৭.২ একর জমিতে দুর্গা অঙ্গন (Durga Angan) গড়ে উঠবে। পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ২৬২ কোটি টাকার মতো। ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে। এবার কাজ শুরুর পালা। দিনে এক লাখ দর্শনার্থী আসতে পারবেন। কোনও অসুবিধা হতে হবে না। এই সামান্য কাজটি করতে পেরেছি বলে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। ধর্ম যার-যার আপনার, উৎসব সবার। দুর্গাঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিকতার মিলনস্থল। যা লাখ-লাখ পর্যটকের কাছে বাংলার প্রতীক হয়ে উঠবে। 

দুর্গা অঙ্গনের শিলান্য়াস অনুষ্ঠানের মঞ্চে থেকেই মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণও জানান মুখ্যমন্ত্রী। বলেন, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করব। মনে মনে উদ্বোধনের দিনও ঠিক করে ফেলেছি।” 

সোমবার নিউ টাউনে (New Town) দুর্গা অঙ্গনের শিলান্যাসের পরেই শুরু মন্দির তৈরির কাজ। ২০২৭-এর সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার কথা। তারপরই সাধারণ মানুষের জন্য খুলে যাবে সেই মন্দির। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজকের অনুষ্ঠান সারা বিশ্বের, বিশ্ববাংলার, সর্ব সংস্কৃতির, বাংলার মা মাটি মানুষের, সর্বধর্ম, বর্ণ, সম্প্রদায়, সর্ব জগৎ, সংস্কৃতির। খেলাধুলো থেকে চলচিত্র জগতের সকলের। বইমেলা থেকে খেলা বহু বিশিষ্ঠ মানুষ উপস্থিত আছেন আজ। যারা পেছনে বসে আছেন তারা না এলে এই অনুষ্ঠানটাই হত না। আজকের অনুষ্ঠান আমি বাংলার মানুষকে সমর্পন করছি। আগে যে জায়গাটা দেখা হয়েছিল, সেটি ১২ একরের। পরে ভাবলাম যদি করতে হয়, ভাল করে করা দরকার। তাই এই জমিটি নেওয়া হয়েছে। এটি ১৭.২৮ একর। বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের টার্গেট, দিনে ১ লক্ষ মানুষ আসতে পারবেন। ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে, যে সম্মান দিয়েছে, তা সংরক্ষিত করার জন্যই এই মন্দির তৈরি করা হচ্ছে। ৩৬৫ দিন দুর্গা ঠাকুর দেখতে পাবেন। প্রতিদিন হাজার হাজার মানুষ দেখতে আসবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে দুর্গা অঙ্গনে।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হওয়া ট্রাস্ট এই মন্দিরের দেখাশোনা করবে। মাত্র ২০ শতাংশ জায়গায় এসি থাকবে, বাকিটায় প্রকৃতির হাওয়া। পুরো চত্বরে ৩০০-র বেশি গাছ, ১০০০ ফুল গাছ লাগানো হবে। গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি করা হচ্ছে। মূল মণ্ডপ ছাড়াও থাকবে সিংহ দুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শিব, গনেশ, কার্তিক, সরস্বতীর আলাদা আলাদা মণ্ডপ থাকবে। মূল গর্ভগৃহের উচ্চতা হবে, ৫৪ মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে ১০৮ দেবদেবীর মূর্তি ও ৫৪টি সিংহমূর্তি বসানো হবে। ১০০৮টি স্তম্ভ তৈরি করা হচ্ছে। নকশা করা খিলান দিয়ে পথটি সাজানো হচ্ছে। সবুজে ঘেরা খোলা চত্বর রাখা হয়েছেএবং তার চারপাশ দিয়ে ২০ ফুট চওড়া রাস্তা করা হচ্ছে। ২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তৈরি হবে অঙ্গন। মন্দিরের মাঝে উঠোনে ১ হাজার লোক একসঙ্গে বসে থাকতে পারবেন।“ 

দুর্গা অঙ্গনের খরচ সম্পর্কে মমতা জানান, “দুর্গা মন্দিরের ট্রাস্টে যা টাকা জমা পড়েছে, তাতে মায়ের মূর্তির দাম উঠে এসেছে। বাকিটা হিডকো থেকে খরচ করতে হবে। আমাদেরও ২৫০-৩০০ কোটি টাকা দিতে হবে কার পার্কিং-সহ বিভিন্ন খাতে। এর আগে দক্ষিণেশ্বরে, কালীঘাটে আমরা টাকা দিয়েছি। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের উন্নয়ন করা হয়েছে। কেউ টাকা দেয় না। আমরাই করি।“ এরপরেই রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, “জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি দেখা হয়ে গিয়েছে। প্রস্তুত আছে। পুজোর দিনও ঠিক করা হয়েছে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে।“ 

spot_img

Related articles

বাঁশ-লাঠি দিয়ে মার, তারপর পুলিশে তুলে দেওয়া! ওড়িশা থেকে কোনওমতে মালদহে পরিযায়ী

শুধুমাত্র বাংলা বলায় বিজেপি শাসিত রাজ্যে কোনওভাবেই কাজ করতে দেওয়া হবে না, এটাই যেন মোহন মাঝি শাসিত ওড়িশায়...

ভারতে আক্রান্ত খ্রিস্টানরা: সরব পাকিস্তান, সাফাই দেওয়ার চেষ্টা ভারতের

প্রথমবার স্বাধীন পাকিস্তান সরকার সরকারিভাবে বড়দিন পালন করেছে ২০২৫ সালে। আর ঠিক সেই বছরেই প্রতিবেশী ভারতে একের পর...

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা...